ইসরায়েলি হামলায় তাঁবুতে আশ্রয় নেওয়া ২৯ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ গাজার খান ইউনিসে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সেখানের আবাসন টাউনের একটি স্কুলের বাইরে তাঁবুতে আশ্রয় নেওয়া অন্তত ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বুধবার (১০ জুলাই) সেখানের সরকারি মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
গত চার দিনের মধ্যে চারবার স্কুল ভবনে হামলা চালালো ইসরায়েল। যেটিকে মানুষ আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। এর আগে খান ইউনিসের কিছু অংশ থেকে ফের ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল।
আরও পড়ুন>
এমন পরিস্থিতিতে জাতিসংঘের মানবধিকার বিশ্লেষকরা বলছেন, গাজার জনগণনের ওপর দুর্ভিক্ষ চাপিয়ে দিচ্ছে ইসরায়েল। ফলে না খেয়ে মারা যাচ্ছে শিশুরা।
এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মঙ্গলবার (৯ জুলাই) পর্যন্ত ৩৮ হাজার ২৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৮ হাজার ২৪৩ জন।
মাসের পর মাস ইসরায়েলি হামলার কারণে গাজায় খাবার, পানি, ওষুধ ও অন্যান্য মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে।
তাছাড়া গাজাযুদ্ধ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কারণ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র সংগঠন হামাস। তাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
সূত্র: আল-জাজিরা
এমএসএম