এ্যাপোলো ইস্পাতের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাতের ২০ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
বিপুল সাধারণ শেয়ার হোল্ডারের উপস্থিতিতে রোববার নরসিংদীর পাঁচদোনায় চৈতাবো এলাকার ড্রিম হলিডে পার্ক প্রাঙ্গনে এজিএম অনুষ্ঠিত হয়। এ্যাপোলো ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান দীন মোহাম্মদের সভাপতিত্বে সাধারণ সভায় অর্থবছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়।
এছাড়া কোম্পানির আয় ব্যয় সম্পর্কিত আর্থিক বিবরণী ও এর উপর নিরীক্ষকের প্রতিবেদনসহ পরিচালক মণ্ডলীর প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া অবসরে যাওয়া তিনজন পরিচালককে পুন: নির্বাচিত করা হয়। সভায় পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের ফিও অনুমোদন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য এম.এ মজিদ, মো. রফিক, এ্যাপোলো ইস্পাতের ব্যবস্থপানা পরিচালক মো. আনসার আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান, নির্বাহী পরিচালক ও কোম্পানির সেক্রেটারি এস. এ. হাসান প্রমুখ।
এজিএম-এ দীন মোহাম্মদ বলেন, বিদায়ী অর্থবছরে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও এ্যাপোলো ইস্পাত তার প্রবৃদ্ধি ধরে রেখেছে। ইতিমধ্যে নফ প্রকল্পের কাজও দ্রুত এগিয়ে চলেছে, যা দ্রুত সম্পন্ন হবে। সিভিল ওয়ার্ক শেষে জানুয়ারিতে মেশিন ইনস্টলেশন শুরু হবে এবং ২০১৫ সালের মে মাস থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে।
এজিএমে উপস্থিত সকল শেয়ারহোল্ডারকে ধন্যবাদ জানিয়ে দীন মোহাম্মদ বলেন, এ্যাপোলোর প্রতি বিনিয়োগকারীরা যে সাঁড়া দিয়েছেন তাতে আমরা অভিভূত। আশাকরি বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সকল পক্ষ আগামীতেও এ্যাপোলোর পাশে থাকবে।