২২ বছর পর পাওয়া গেলো পর্বতারোহীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৯ জুলাই ২০২৪
গলে যাচ্ছে পেরুর পর্বতের বরফ। ছবি: এএফপি (ফাইল)

পেরুর বরফে ঢাকা পর্বতে আরোহন করতে গিয়ে ২২ বছর আগে নিখোঁজ হয়েছিলেন মার্কিন এক পর্বতারোহী। সে সময় একটি বরফ ধসের ঘটনায় চাপা পড়েছিলেন তিনি। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বরফ ধীরে ধীরে গলে যাওয়ায় বেরিয়ে এসেছে তার সেই লাশ। সোমবার ( জুলাই) পেরুর পুলিশ এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ৫৯ বছর বয়সী উইলিয়াম স্ট্যাম্পফ্ল ২০০২ সালের জুনে হুয়াস্কারান পর্বতে নিখোঁজ হয়েছিলেন। যেটির উচ্চাতা ৬ হাজার ৭০০ মিটার।

আরও পড়ুন>

পেরুভিয়ান পুলিশ জানিয়েছে, আন্দিজের কর্ডিলেরা ব্লাঙ্কা রেঞ্জে বরফ গলে তার দেহাবশেষ উন্মোচিত হয়েছে।

পুলিশের সরবরাহ করা ছবিতে দেখা গেছে, স্ট্যাম্পফ্লের দেহ, তার জামাকাপড় ও জুতা ঠান্ডায় ভালোভাবে সংরক্ষিত অবস্থায় ছিল।

তার সঙ্গে থাকা পাসপোর্টটিও পাওয়া গেছে। এর মাধ্যমে তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ।

পেরুর উত্তরপূর্বাঞ্চলের পর্বতগুলো পর্বতারোহীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর বিশ্বের নানা প্রান্তের পর্বতারোহীরা সেখানে যান।

চলতি বছরের মে মাসে ইসরায়েলি এক হাইকারের মরদেহ সেখান থেকে উদ্ধার করা হয়। এর এক মাস আগে তিনি নিখোঁজ হয়েছিলেন।

সূত্র: এএফপি

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।