বেতন না দেওয়ায় কর্মীর হাতে বস খুন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২৫ পিএম, ০৯ জুলাই ২০২৪
প্রতীকী ছবি

বেতন না দেওয়ায় অধীনস্ত কর্মীর হাতে খুন হয়েছেন একটি সফটওয়্যার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। অফিসের ভেতর বাকবিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে বসের ওপর হামলা চালান ওই কর্মী। এতে গুরুতর আহত হন সিইও। পরে হাসপাতালে নেওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি তাকে। সম্প্রতি পাকিস্তানের করাচি শহরে ঘটেছে এই ঘটনা।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, অভিযুক্ত কর্মীর নাম শোয়েব। তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

আরও পড়ুন>>

সন্ধ্যায় অফিসে ঢুকে সোজা সিইও নাভিদের রুমে যান শোয়েব। সেখানে বেতন না দেওয়ার বিষয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয় তাদের মধ্যে। একপর্যায়ে নাভিদকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন শোয়েব।

এতে গুরুতর আহত হন নাভিদ। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে অফিস থেকে বেরিয়ে আসেন, কিন্তু ভবনের বেজমেন্টে গিয়েই অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু জখমের কারণে শেষ পর্যন্ত মারা যান তিন সন্তানের বাবা নাভিদ।

আরও পড়ুন>>

এ ঘটনার পরেও হত্যায় ব্যবহৃত অস্ত্র নিয়ে অফিসেই বসেছিলেন অভিযুক্ত শোয়েব। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।