শেখ হাসিনার চীন সফর নিয়ে যা বলছে আন্তর্জাতিক মিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০৮ জুলাই ২০২৪
সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। ফাইল ছবি

চারদিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বনির্ধারিত সময়সূচি অনুসারে সোমবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা থেকে বেইজিংয়ের উদ্দেশে রওয়ানা হয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে কয়েকদিন ধরেই ব্যাপক আলোচনা চলছে দেশি-বিদেশি সংবাদমাধ্যমগুলোতে। বিশেষ করে, ভারতীয় মিডিয়া শেখ হাসিনার এই সফর নিয়ে বেশ সরব।

একনজরে দেখে আসা যাক, প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কী বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো-

বার্তা সংস্থা পিটিআই’র সূত্রে ভারতীয় দৈনিক ডেকান হেরাল্ড গত সপ্তাহেই একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের শিরোনাম, আফটার হার ইন্ডিয়া ভিজিট, বাংলাদেশ পিএম শেখ হাসিনা টু ট্রাভেল টু চায়না নেক্সট উইক (ভারতের পর আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা)।

আরও পড়ুন>>

শেখ হাসিনার চীন সফর ভারত-বাংলাদেশের সম্পর্কের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে। তাদের শিরোনাম, ‘প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইন চায়না: হোয়াট ইট মিনস ফর ইন্ডিয়া-বাংলাদেশ রিলেশনস’ (চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা: ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য এর অর্থ কী)।

কলকাতার ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার চার দিনব্যাপী চীন সফরে সতর্ক নজর রাখছে নয়াদিল্লি (দিল্লি আয়েস অন বাংলাদেশ পিএম শেখ হাসিনা’স ফোর-ডে ট্রিপ টু চায়না)।

বার্তা সংস্থা এএনআই’র বরাতে করা প্রতিবেদনে ভারতের আরেক সম্প্রচারমাধ্যম ইটিভি বাংলা শিরোনাম করেছে, বাংলাদেশ পিএম শেখ হাসিনা অন ফোর ডে বিলাটেরাল ভিজিট টু চায়না (চারদিনের সফরে চীন যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা)।

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্ধৃতি দিয়ে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু প্রতিবেদন করেছে, ‘ইন্ডিয়া ইজ এ পলিটিক্যাল ফ্রেন্ড, চায়না ইজ এ ফ্রেন্ড ফর অ্যাটেইনিং ডেভেলপমেন্ট: বাংলাদেশ মিনিস্টার’ (ভারত রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের লক্ষ্য অর্জনের বন্ধু: বাংলাদেশের মন্ত্রী)।

আরও পড়ুন>>

কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনাম, ‘হাসিনার চীন সফরে স্বাক্ষর ১৪টি চুক্তি, কড়া নজর ভারত-সহ পশ্চিমা বিশ্বের’।

শুধু ভারতের মিডিয়াই নয়, শেখ হাসিনার চীন সফরের খবর উঠে এসেছে অন্যান্য দেশের সংবাদমাধ্যমগুলোতেও। এদের মধ্যে চীন, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি উল্লেখযোগ্য।

চীনের সাংহাই ডেইলি পরিচালিত ইংরেজি সংবাদমাধ্যম শাইন লিখেছে, ৮ থেকে ১০ জুলাই চীন সফর করবেন বাংলাদেশি প্রধানমন্ত্রী।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস লিখেছে, চায়না টু হোস্ট হাই-লেভেল ভিজিট ফ্রম টু প্যাসিফিক আইল্যান্ড কান্ট্রিজ, বাংলাদেশ (বাংলাদেশ ও দুটি প্রশান্ত মহাসাগরীয় দেশের উচ্চপর্যায়ের সফরের আয়োজন করবে চীন)।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ২০ বিলিয়ন ডলার লোনস অন টেবিল অ্যাজ বাংলাদেশি প্রিমিয়ার সেট টু ভিজিট চায়না’ (চীন সফরে যাচ্ছেন বাংলাদেশি প্রধানমন্ত্রী, আলোচনায় ২০ বিলিয়ন ডলারের ঋণ)।

আরও পড়ুন>>

ভয়েস অব আমেরিকা (ভিওএ) বাংলার একটি প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮-১০ জুলাই চীন সফর করবেন, ঘোষণা বেইজিংয়ের’।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের বাংলা সংস্করণে শেখ হাসিনার চীন সফরের ভূরাজনৈতিক তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। তাদের শিরোনাম, ‘শেখ হাসিনার চীন সফরে ভূরাজনীতি বনাম জাতীয় স্বার্থ’।

এছাড়া, শেখ হাসিনার চীন সফর নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বাংলা সংস্করণ। সেখানে উঠে এসেছে ‘বাংলাদেশ ঋণ বা আর্থিক সহায়তার জন্য বারবার চীনের দ্বারস্থ হয় কেন’ অথবা ‘চীন বাংলাদেশের কাছে কী চায়’ এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।