কৃত্রিম বুদ্ধিমত্তার সমৃদ্ধিতে স্যামসাংয়ের লাভ ১৫ গুণ বাড়ার আশা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০৭ জুলাই ২০২৪
ছবি: এএফপি (ফাইল)

আগের বছরের একই সময়ের তুলনায় ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাং ইলেকট্রনিক্সের লাভ ১৫ গুণ বাড়বে বলে আশা করছে কোম্পানিটি।

কৃত্রিম বুদ্ধিমত্তার সমৃদ্ধিতে উন্নত চিপের দাম বেড়েছে। এতে কোম্পানিটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বেশি লাভের পূর্বাভাস দিয়েছে।

আরও পড়ুন>

দক্ষিণ কোরিয়ার বড় এই প্রযুক্তি কোম্পানিটি মেমরি চিপ, স্মার্টফোন ও টেলিভিশনের বিশ্বের বৃহত্তম নির্মাতা।

লাভের ক্ষেত্রে এমন ঘোষণা দেওয়ার পরই সিউলে স্যামসাংয়ের শেয়ারের দাম দুই শতাংশ বেড়েছে।

কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চে ১০ গুণ লাভের কথা জানায়।

টোকিওভিত্তিক গবেষণা ও উপদেষ্টা সংস্থা আইটিআর করপোরেশনের প্রধান বিশ্লেষক মার্ক আইনস্টাইন বলেছেন, এই মুহূর্তে আমরা ডেটা সেন্টার ও স্মার্টফোনের এআই চিপগুলোর জন্য আকাশচুম্বী চাহিদা দেখছি।

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে, যা বুধবার যুক্তরাষ্ট্রের এস অ্যান্ডপি ৫০০ ও নাসদাককে নতুন রেকর্ডের দিকে নিয়ে গেছে।

চিপ তৈরির ক্ষেত্রে জায়ান্ট এনভিডিয়ার এর বাজার মূল্য গত মাসে ৩ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে এবং বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে।

মূলত এআই প্রযুক্তির কারণেই এনভিডিয়ারের বাজার বড় হচ্ছে এবং স্যামসাং এর আয়ের ক্ষেত্রে অবদান রাখছে।

সূত্র: বিবিসি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।