ফ্রান্স-সুইজারল্যান্ড-ইতালিতে শক্তিশালী ঝড়ের আঘাত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০২ পিএম, ০১ জুলাই ২০২৪
ফ্রান্স-সুইজারল্যান্ড-ইতালিতে ঝড়ের আঘাত/ ছবি: এএফপি

ফ্রান্স, সুইজারল্যান্ড এবং ইতালিতে শক্তিশালী ঝড় এবং ভারী বৃষ্টিপাতে ৭ জন নিহত হয়েছে। দেশগুলোর স্থানীয় কর্তৃপক্ষ রোববার (৩০ জুন) এ তথ্য নিশ্চিত করেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় আবে অঞ্চলে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের বয়স ৭০ থেকে ৮০ বছর। গাছের নিচে গাড়ি চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে। প্রচণ্ড বাতাসের মধ্যেই তারা গাড়িতে করে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই গাড়িতে থাকা অপর একজনের অবস্থা বেশ গুরুতর। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে প্রতিবেশী সুইজারল্যান্ডে মারা গেছেন আরও চারজন এবং আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

অপরদিকে ইতালির পুলিশ জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছে।

গত সপ্তাহেও সুইজারল্যান্ডের দক্ষিণপূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এতে একজন প্রাণ হারায় এবং বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।