৪০ লাখ ডলার জেতার আনন্দে হার্ট অ্যাটাক করলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২৭ জুন ২০২৪
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস ক্যাসিনোতে ৪০ লাখ ডলার জেতার পর এক ব্যক্তির অচেতন হয়ে পড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বলা হচ্ছে, একবারে এত বেশি অর্থ জেতার আনন্দে উত্তেজিত হয়ে হার্ট অ্যাটাক করেন তিনি। অবশ্য ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মারিনা বে স্যান্ডস ক্যাসিনোতে এক ব্যক্তি একটি টেবিলের কাছে মেঝেতে পড়ে যান। তার চারপাশে ভিড় করে আছে আতঙ্কিত লোকজন।

আরও পড়ুন: 

ভিডিওতে আরও দেখা যায়, ক্যাসিনোর কর্মী ও ঘিরে থাকা মানুষদের কাছে সাহায্য চাচ্ছেন ওই ব্যক্তির সঙ্গে থাকা এক নারী। কয়েকজন সাহায্যের চেষ্টা করছেন। এক পর্যায়ে চিকিৎসকরা এসে অজ্ঞান হয়ে পড়া ব্যক্তিকে জাগানোর চেষ্টা করছেন।

২৫ জুন শেয়ার করা ভিডিওটি ২০ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। ব্যবহারকারীরা এ নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।

এদিকে, ওই ক্যাসিনো কর্তৃপক্ষ জানিয়েছে, অচেতন হয়ে পড়া ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তিনি অবস্থা এখন স্থিতিশীল।

আরও পড়ুন: 

ক্যাসিনোতে এমন ঘটনা এবারই প্রথম নয়। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি ক্যাসিনোতে হার্ট অ্যাটাক করেন ডেভিড এ. জাগোলিনজার (৪৮) নামের এক ব্যক্তি। ওই ঘটনার ছয় মাস পরে তিনি মারা যান।

সূত্র: ডেইলি মেইল

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।