টিকে থাকতে মোদীকে সংগ্রাম করতে হবে: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১৯ জুন ২০২৪
ছবি: এএফপি (ফাইল)

তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের পরে এবার নরেন্দ্র মোদী সরকারের ‘স্থায়িত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। তার দাবি, এবারের লোকসভা নির্বাচন ভারতীয় রাজনীতিতে ভারসাম্যের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলেন, নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। মোদীজিকে তাই এবার টিকে থাকার লড়াই চালিয়ে যেতে হবে। ভবিষ্যতে এনডিএ-র ভেতরে টানাপড়েন মোদী সরকারকে বিপাকে ফেলতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন রাহুল।

তিনি বলেন, এবার অবস্থা এমনই ভঙ্গুর যে, ভবিষ্যতে সামান্য মতবিরোধও সরকারের পতন ঘটাতে পারে।

আরও পড়ুন>

লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২ আসন। এনডিএ ২৯৩টি আসন পেলেও বিজেপির একার ঝুলিতে ২৪০। ফলে সংখ্যাগরিষ্ঠতার জন্য টিডিপির ১৬, জেডিইউয়ের ১২, শিন্ডেসেনার সাত, এলজিপিআর-এর পাঁচ সংসদ সদস্যের সমর্থন মোদীর কাছে গুরুত্বপূর্ণ।

অন্য দিকে, ৯৯টি আসনে জিতে কংগ্রেস এক দশক পরে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। সামগ্রিকভাবে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ২৪৩ জন সংসদ সদস্য রয়েছেন। ফলে আগামী দিনে সংসদের নিম্নকক্ষে মোদী সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

সূত্র: ইন্ডিয়া টুডে

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।