আসিয়ান ইয়ার অফ স্কিলসে হোস্ট হতে চায় মালয়েশিয়া

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫২ এএম, ১৬ জুন ২০২৪
জেনেভায় আসিয়ান নেতাদের মধ্যে যৌথ আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন, মালয়েশিযার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম। ছবি- সংগৃহীত

 

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় আসিয়ান ইয়ার অফ স্কিলসে- ২০২৫ হোস্ট হতে চায় মালয়েশিয়া। শুক্রবার (১৪ জুন) দেশটির মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং এক বিবৃতিতে বলেছেন, ‌আসিয়ান ইয়ার অফ স্কিলস ২০২৫ এর মাধ্যমে লক্ষ্য অর্জনে আইএলও এবং আসিয়ান নেতাদের সঙ্গে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত।

তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে কর্মশক্তির দক্ষতা এবং উৎপাদনশীলতা উন্নত করতে জ্ঞানের আদান-প্রদান হতে পারে।‌ এছাড়া, আমরা মানব সম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদি কৌশল বাস্তবায়নে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা এবং অংশীদারত্বও গড়ে তুলতে পারি।

শুক্রবার জেনেভায় ব্রুনাই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, লাওস, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং কম্বোডিয়াসহ আসিয়ান নেতাদের মধ্যে যৌথ আলোচনা সভায় সিম এ কথা বলেন।

jagonews24১২ জুন, জেনেভা, সুইজারল্যান্ডে ১১২তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে ১৯৮১ পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য কনভেনশন ১৫৫ অনুমোদনে সই করেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক, টিওয়াইটি গিলবার্ট এফ হাউংবোর ও মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম। ছবি- সংগৃহীত

আসিয়ান ইয়ার অফ স্কিলস ২০২৫-এ ন্যাশনাল হিউম্যান ক্যাপিটাল কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন (এনএইচসিসিই), এইচআরডি করপোরেশনের বার্ষিক ফ্ল্যাগশিপ ইভেন্টসহ দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে বিভিন্ন কর্মসূচি এবং উদ্যোগ অন্তর্ভুক্ত থাকবে যা চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আলোচনা করার জন্য বিশ্বের সেরা শিল্পপতিদের একত্রিত করে।

সিম বলেন, আগামী বছর আসিয়ান চেয়ার হিসেবে মালয়েশিয়ার নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। ফলে, মালয়েশিয়া নিরবচ্ছিন্ন বাণিজ্য, গভীর অর্থনৈতিক সহযোগিতা এবং আরও আন্তঃসংযুক্ত অঞ্চলকে উৎসাহিত করে আঞ্চলিক একীকরণ বাড়ানোর দিকে মনোনিবেশ করবে।

এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রগুলোর ওপর একটি নির্দিষ্ট ফোকাসসহ ভবিষ্যতের জন্য প্রস্তুত কর্মশক্তির জন্য সক্ষমতা বৃদ্ধি, শিক্ষা এবং দক্ষতা বিকাশকে অগ্রাধিকার দিয়ে আসিয়ান কর্মীবাহিনীতে বিনিয়োগকে উৎসাহিত করবে।

jagonews24১২ জুন, জেনেভা, সুইজারল্যান্ডে ১১২তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে ১৯৮১ পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য কনভেনশন ১৫৫ অনুমোদনে সই করেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক, টিওয়াইটি গিলবার্ট এফ হাউংবোর ও মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম। ছবি- সংগৃহীত

এদিকে, আইএলওর দক্ষতা ও কর্মসংস্থানের প্রধান শ্রীনিবাস রেড্ডি, যিনি আলোচনায়ও উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, মালয়েশিয়া তার জনগণের মধ্যে আজীবন শিক্ষা ও প্রশিক্ষণ প্রচারের প্রচেষ্টায় দুর্দান্ত অগ্রগতি করেছে।

তিনি আত্মবিশ্বাসী, এই উদ্যোগটি একটি ইতিবাচক প্রভাব ফেলবে এবং আসিয়ান অঞ্চলের দক্ষতা উন্নয়ন এজেন্ডাকে চালিত করতে সফল হবে। তিনি ২০২৩ এবং ২০২৪ সালে ইউরোপীয় দক্ষতার বছর আয়োজনে তার অভিজ্ঞতাও শেয়ার করবেন।

জেনেভায় সিমের চার দিনের সফরে মালয়েশিয়ার আইএলও-এর কনভেনশন অন অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ১৯৮১ (কনভেনশন ১৫৫) এর অনুমোদন এবং ১১২তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগদান অন্তর্ভুক্ত।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।