ইউটিউবে থেমে গেল হিরোগিরি (ভিডিও)


প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৪

জানুয়ারিতেই মুক্তি পাচ্ছে দেবের হিরোগিরি। তাই নিয়ে জোর প্রস্তুতিও চলছিল। কিন্তু হঠাৎই যেন থমকে গেল। এরইমধ্যে কপিরাইট সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়ল হিরোগিরি। তার জেরেই ইউটিউব থেকে বন্ধ করে দেওয়া হলো ছবিরই একটি গানের ভিডিও। দক্ষিণী প্রযোজক সংস্থা আরজেড ফিল্মসের অভিযোগের ভিত্তিতে ইউটিউব এই পদক্ষেপ নিয়েছে।

শ্রীভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত হিরোগিরি ছবির মারিয়া গানের ভিডিও কিছুদিন আগে মুক্তি পায়। দেব ও কোয়েলের জুটিতে এই গান জনপ্রিয়তাও পেয়েছিল। কিন্তু দক্ষিণী প্রযোজনা সংস্থা আরজেড ফিল্মস অভিযোগ আনেন নকল করার।

তাঁদের অভিযোগ, জনপ্রিয় তেলুগু সিনেমা বাপলুর একটি গানের সুর ও কোরিওগ্রাফি নকল করে মারিয়া তৈরি হয়েছে। অথচ তাদের থেকে গানটির কোনো কপিরাইটও কেনা হয়নি। এই নিয়ে টিম হিরোগিরির কারো কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ছবিটি পরিচালনা করছেন রবি কিনাগি, মুখ্য ভূমিকায় রয়েছেন দেব, কোয়েল ও আরো অনেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।