দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পদক্ষেপ নেবে চীন-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪০ এএম, ০৮ জুন ২০২৪
সংগৃহীত

চীন সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তিনি বৈঠক করেছেন।

শুক্রবার (৭ জুন) দুই দেশের বিভিন্ন ইস্যুতে তারা আলোচনা করেছেন।

বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধান সম্পর্ক আরও গভীর করতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। বিশেষ করে রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে।

আরও পড়ুন>

বন্ধুপ্রতীম দেশ দুইটির নেতারা দীর্ঘদিনের অল-ওয়েদার স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপের বিষয়েও গুরুত্বারোপ করেছেন।

এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চীনের প্রেসিডেন্টে শি জিনপিং এর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।

বৈঠকে দুই দেশের মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। ২০২৪ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর শি জিন পিংয়ের সঙ্গে এটাই শাহবাজের প্রথম বৈঠক।

প্রধানমন্ত্রী শাহবাজ তাকে ও তার প্রতিনিধিদলকে চীনে উষ্ণ ও সদয় স্বাগত জানানোর জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানান।

এদিকে চলতি বছরের মে মাসে পাকিস্তানের প্রবাসী আয়ে রেকর্ড হয়েছে। এই মাসে দেশটিতে ৩ দশমিক ২৪৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা, যা এক বছর আগের তুলনায় ৫৪ দশমিক দুই শতাংশ বেশি।

সূত্র: জিও নিউজ

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।