কঙ্গনাকে থাপ্পড় মারা কনস্টেবল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৭ জুন ২০২৪
সংগৃহীত

হিমাচলপ্রদেশ থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য বলিউড কুইনখ্যাত কঙ্গনা রানাউতকে নিয়ে ভারতজুড়ে আলোচনা চলছে। কারণ চন্ডীগড় বিমানবন্দরে এক নারী কনস্টেবল তাকে চড় মেরেছেন। জানা গেছে, অতীতে কৃষক আন্দোলন নিয়ে অবমাননামূলক মন্তব্য করায় এবার কাছে পেয়ে কঙ্গনাকে চড় মারেন ওই নারী কনস্টেবল।

তবে এরই মধ্যে কুলবিন্দর কউ নামের ওই নারী কনস্টেবল গ্রেফতার করা হয়েছে। একটি সূত্র এনডিটিভিকে এ তথ্য জানিয়েছে।

মূলত বিমানবন্দরে চড় মারার পরপরই কুলবিন্দর কউ এর নামে মামলা করা হয় এবং তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

কঙ্গনা রানাউত দিল্লির উদ্দেশ্য যাত্রা করার জন্য চন্ডীগড় বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু অতীতের ক্ষোভ সামলাতে না পেরে কঙ্গনাকে থাপ্পড় মারেন ওই নারী কনস্টেবল।

২০২০ সালে যখন দেশ কৃষক আন্দোলনে উত্তাল হয়েছিল, সেই সময় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত এক বৃদ্ধার ছবি পোস্ট করে দাবি করেছিলেন, তিনি বিলকিস বানো, শাহিন বাগ আন্দোলনের অন্যতম মুখ। ১০০ টাকায় ভাড়া পাওয়া যায় তাকে, যা নিয়ে দেশজুড়ে সমােলচনার ঝড় উঠেছিল।

সূত্র: এনডিটিভি

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।