মোদীর শপথগ্রহণ পেছালো: রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৬ জুন ২০২৪
নির্বাচনে জেতার পর বিজেপি নেতাদের উচ্ছ্বাস। ছবি: এএফপি

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ শনিবার (৮ জুন) নয়, অনুষ্ঠিত হবে রোববার (৯ জুন)। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও শীর্ষ কূটনীতিকরা। বৃহস্পতিবার (৬ জুন) সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিজনেস টুডে, টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর গত বুধবার পদত্যাগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে এনডিএ জোটের বৈঠক শেষে খবর ছড়ায়, আগামী শনিবার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদী।

আরও পড়ুন>>

কিন্তু সূত্র বলছে, শনিবার নয়, আগামী রোববার অনুষ্ঠিত হবে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ডের মতো বিশ্বনেতারা।

এদিকে, টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে এন চন্দ্রবাবু নাইডুর শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে আগামী ১২ জুন। প্রথমে এর দিনক্ষণ ৯ জুন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ওইদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চন্দ্রবাবু নাইডুও। এ কারণে নিজের শপথগ্রহণ অনুষ্ঠান পিছিয়ে ১২ জুন নিতে পারেন তিনি।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।