৯৩ বছর বয়সে পঞ্চম বিয়ে করলেন মিডিয়া মোগল রুপার্ট মারডক
প্রেমে পড়ার কোনো বয়স নেই, প্রেম মানে না কোনো বাধা- তা যেন বারবার প্রমাণ করে যাচ্ছেন মিডিয়া মোগল ও মার্কিন ধনকুবের রুপার্ট মারডক। বয়স তার ৯০ পেরিয়েছে তিন বছর আগেই। এমন বয়সে এসেও একের পর এক প্রেমে জড়িয়েছেন, বিয়ে করেছেন তিনি। এবার ৯৩ বছর বয়সে পঞ্চমবারের মতো বিয়ে করলেন মারডক।
শনিবার (১ জুন) ৯৩ বছর বয়সী মারডক ৬৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত রুশ জীববিজ্ঞানী এলেনা জুকোভার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। চলতি বছরের মার্চে মারডকের সঙ্গে এলেনার বাগদান হয়। তখনই নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, জুনে তাদের বিয়ে হবে।
গত বছরের এপ্রিলে সাবেক পুলিশ চ্যাপ্লেন (পুলিশের পরামর্শক) অ্যান লেসলি স্মিথের সঙ্গে রুপার্ট মারডকের বাগদান ভেঙে যায়। তারপর থেকে গুঞ্জন ছড়ায় এলেনার সঙ্গে প্রেমে মজেছেন রুপার্ট। এবার সেই গুঞ্জনকে সত্য প্রমাণিত করে বিয়েই করলেন তারা।
আরও পড়ুন:
- ৯২ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসছেন রুপার্ট মারডক
- ডিভোর্স চাইছেন মিডিয়া মোগল রুপার্ট মারডকের চতুর্থ স্ত্রী
- ৮৪ বছরে আবার বিয়ে করলেন মিডিয়া মুঘল!
জানা যায়, মারডক ও এলেনার দেখা হয়েছিল একটি পার্টিতে। এই পার্টির আয়োজক ছিলেন চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেং। তিনি মারডকের সাবেক স্ত্রী। ১৯৯৯ সালে তাদের বিয়ে হয়েছিল। বিচ্ছেদ ২০১৩ সালে।
মারডকের অন্য সাবেক স্ত্রীরা হলেন অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আন্না মান ও মার্কিন মডেল-অভিনেত্রী জেরি হল।
মারডকের মতো এলেনারও আগে বিয়ে হয়েছে। তিনি রুশ তেল ব্যবসায়ী ও কোটিপতি আলেকজান্ডার ঝুকভকে বিয়ে করেছিলেন। ওই সংসারে তার একটি মেয়ে রয়েছে।
রুপার্ট মারডকের জন্ম অস্ট্রেলিয়ায়। ১৯৫০ এর দশকে তিনি কর্মজীবন শুরু করেন। পরে ১৯৬৯ সালে যুক্তরাজ্যের নিউজ অব দ্য ওয়ার্ল্ড ও সান সংবাদপত্র কিনে নেন। এরপর তিনি নিউইয়র্ক পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নালসহ বেশ কয়েকটি মার্কিন সংবাদপত্রেরমালিকানা অর্জন করেন।
আরও পড়ুন:
- লন্ডনের রাস্তায় লুঙ্গি পরে তরুণী, ভিডিও ভাইরাল
- 'মদ নয়, দুধ খাও' বিজেপির উমা ভারতীর মন্তব্য ভাইরাল
- শত কোটি টাকার লোভে প্রেমিককে বিষ খাইয়ে হত্যা, পরে দেখলেন কিছু নেই
১৯৯৬ সালে তিনি ফক্স নিউজ চালু করেন। ফক্স নিউজ এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি দেখা টিভি নিউজ চ্যানেল। তবে গত বছর ছেলে লাচলানের হাতে দায়িত্ব দিয়ে ফক্স ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন রুপার্ট।
এখন তিনি দুটি প্রতিষ্ঠানেরই ইমেরিটাস চেয়ারম্যান। প্রতিষ্ঠান দুটির মালিকানায় ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য সান ও টাইমসের মতো বিশ্ববিখ্যাত সংবাদমাধ্যম রয়েছে। এছাড়া স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক শত শত সংবাদমাধ্যমের মালিক রুপার্ট।
সূত্র:বিবিসি
এসএএইচ