ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন চালু


প্রকাশিত: ০১:০৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৪

বন্দর নগরী সাথে যোগাযোগ সহজ করার লক্ষ্যে ময়মনসিংহ- চট্টগ্রাম রুটে ‘বিজয় এক্সপ্রেস’ নামে নতুন একটি আন্ত:নগর ট্রেন চলাচল শুরু করেছে। রেলপথ মন্ত্রী মুজিবুল হক ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এ ট্রেনটির উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন এই ট্রেনটি প্রতিদিন রাত আটটায় চট্টগ্রামের উদ্দেশ্যে ময়মনসিংহ ছেড়ে যাবে এবং সকাল সাতটা ২০ মিনিটে ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে যাত্রা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, জনগণ যাতে স্বল্প মূল্যে আরামদায়ক ভ্রমন করতে পারে সে লক্ষ্যে রেলওয়ে যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করতে সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দেশে আধুনিক রেল যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ৪৫টি প্রকল্প বাস্তবায়ন করছে।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ২০২১ সাল নাগাদ দেশের সকল জেলা সদরের সাথে রাজধানী ঢাকার রেল যোগাযোগ স্থাপিত হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, স্থানীয় সংসদ সদস্য ফাতেমা জহুরা রানীসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।