উত্তর ভারতজুড়ে তীব্র তাপপ্রবাহ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৯ মে ২০২৪
ছবি: এএফপি (ফাইল)

উত্তর ও মধ্য ভারতের বিশাল অংশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। মঙ্গলবার (২৮ মে) রাজস্থানের চুরু ও হরিয়ানার সিরসায় তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তাছাড়া দিল্লিতে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কয়েক গুণ বেশি রয়েছে।

দিল্লির অন্তত তিনটি আবহাওয়া কেন্দ্রে সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন>

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, দিল্লির মুঙ্গেশপুর ও নরেলায় ৪৯ দশমিক ৯ ডিগ্রি এবং নাজাফগড়ে ৪৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

চলতি মৌসুমে ভারতের রাজধানী দিল্লিতে এই প্রথম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হলো।

আইএমডি বলেছে, এই চলমান তাপপ্রবাহ থেকে মুক্তি মিলতে পারে ৩০ মে এর পরে।

তাছাড়া মঙ্গলবার (২৮ মে) পাকিস্তানের আবহাওয়া অফিস জানায়, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধুতে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যা চলতি গ্রীষ্মে সর্বোচ্চ ও দেশটির ইতিহাসের রেকর্ড তামপাত্রার কাছাকাছি।

গত মাসে এশিয়াজুড়েই তীব্র তাপপ্রবাহ দেখা যায়। আন্তর্জাতিক গবেষকদের একটি দল জানিয়েছে, মূলত জলবায়ু পরিবর্তনের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।