ঘূর্ণিঝড় রিমাল: বন্ধ করা হলো কলকাতা বিমানবন্দরের কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৬ মে ২০২৪
ছবি: সংগৃহীত

নজিরবিহীন সিদ্ধান্ত নিলো কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। টানা ২১ ঘণ্টা বিমানবন্দরে ওঠানামা করবে না কোনো প্লেন। ঘূর্ণিঝড় ‘রিমাল’-এর দাপট এড়াতেই এমন বড় সিদ্ধান্ত নিলো সেখানের কর্তৃপক্ষ।

কলকাতা বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রিমালের জন্য রোববার (২৬ মে) দুপুর ১২টা থেকে সোমবার (২৭ মে) সকাল ৯টা পর্যন্ত সব প্লেনের ওঠানামা বন্ধ রাখা হবে।

আরও পড়ুন>

মূলত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব বিমানের অপারেশন স্থগিত করা হয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে এই মুহূর্তে গড়ে তিনশোর বেশি প্লেন ওঠানামা করে প্রতিদিন। এই ঘটনার জেরে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় প্রবল বেগে ঝোড়ো হাওয়া, ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

যাত্রী হয়রানি এড়াতেই আগেভাগে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কলকাতা বিমানবন্দর বন্ধ রাখা প্রায় নজিরবিহীন ঘটনা বলে জানা গেছে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।