টেক্সাসে ভারী বৃষ্টি-ঝড়, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১৮ মে ২০২৪
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে অন্তত ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সেখানের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মূলত গত বৃহস্পতিবার ঝড়েরকবলে পড়ে টেক্সাসের হিউস্টন শহর। এটি যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম শহর। ঝড়ের কারণে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বহু বাড়ির জানালো উড়ে গেছে।

আবাসিক এলাকাগুলোতে উপড়ে গেছে গাছ ও বিদ্যুৎতের খুঁটি। জাতীয় আবহাওয়া সার্ভিস জানিয়েছে, সাইপ্রেসের শহরতলীতে একটি টর্নেডোও আঘাত হেনেছিল।

https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/us3-20240518133305.jpg

ঝড়ের পর তিনজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। কিন্তু পরে আরও চারজনের প্রাণহানির খবর পাওয়া যায়। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার হিউস্টনের স্কুলগুলো বন্ধ রাখা হয়। তাছাড়া অন্যান্যকর্মীদের বাড়িতে নিরাপদে থাকতে বলা হয়। শহরটিতে অনন্ত ২৩ লাখ মানুষ বসবাস করেন।

সূত্র: এএফপি

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।