পশ্চিমবঙ্গের মালদহে আচমকা বৃষ্টি, বজ্রপাতে ১১ জনের মৃত্যু

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১৬ মে ২০২৪
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে পশ্চিমবঙ্গের মালদহ জেলায় হঠাৎ করেই বজ্পাতসহ ভারী বৃষ্টি শুরু হয়

ঠিক যখন কলকাতায় পুড়ছে তীব্র গরমে, ঠিক তখনই পশ্চিমবঙ্গের মালদহ জেলায় দেখা দিলো বজ্রপাতসহ ভারী বৃষ্টি। বজ্রপাতে জেলার বিভিন্ন অঞ্চলে ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগেরই আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে মালদহ জেলায় হঠাৎ করেই বজ্পাতসহ ভারী বৃষ্টি শুরু হয়। পুরোনো মালদহের একটি আম বাগানে আম কুড়াতে গিয়েছিলেন বেশ কয়েকজন। সেসময় বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়। মৃতরা হলেন- চন্দন সাহানি (৪০), মনোজিৎ মণ্ডল (২১) ও রাজ মৃধা (১৬)।

আরও পড়ুন: 

এদিকে, মালদহের গাজোলে আদিনা আমবাগানে বজ্রপাতে অসিত সাহা (১৯) নামক একাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়। মানিকচক ব্লকে প্রাণ গেছে রানা শেখ (১১) শেখ সাবরুল (১১) নামক দুই শিশুর ও অতুল মণ্ডল নামক এক বৃদ্ধের।

অন্যদিকে, বৃষ্টির মধ্যে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় রতুয়া থানা এলাকার সুমিত্রা মণ্ডল (৪৫) নামে এক নারীর। হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশাডাঙ্গা গ্রামে চাষের কাজ করতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তারা হলেন নয়ন রায় (২৩) ও প্রিয়াঙ্কা রায় (২০)। এছাড়া ইংলিশ বাজারে পঙ্কজ মণ্ডল নামে ২৩ বছরের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: 

বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূসহ আহত হয়েছেন আরও দুজন। তারা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের পরিবারকে দুই লাখ রুপি করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মালদহের জেলা প্রশাসক নীতিন সিংহানিয়া।

ডিডি/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।