সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ মে ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১৩ মে ২০২৪

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোটগ্রহণে সহিংসতা, তৃণমূল কর্মীর মৃত্যু

এদিনের ভোটগ্রহণ চলাকালে প্রায় সব আসনেই সহিংসতা ঘটেছে। এমনকি, নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। জানা গেছে, ভোটগ্রহণ শুরুর আগেই সহিংসতায় প্রাণ হারান তৃণমূলের এক কর্মী। রোববার (১২ মে) বোলপুর আসনের অন্তর্গত কেতুগ্রামের চেঁচুড়ি গ্রামে নৃশংসভাবে খুন হন মিন্টু শেখ নামের (৪৫) ওই ব্যক্তি। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি বোমা হামলা করে হত্যা করা হয় তাকে।

মোদীর গ্যারান্টি ‘ফোর টোয়েন্টি’: মমতা

মমতা বলেন, মোদীর গ্যারান্টি মানেই মিথ্যা। বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছেন! তিনি বলছেন, বিনা পয়সায় পানি দিচ্ছেন। এই পানির ৭০ শতাংশ অর্থ আমরা দিচ্ছি, অথচ তিনি মিথ্যা বলে যাচ্ছেন। রেশনও নাকি উনি দিচ্ছেন। টিভি খুললেই দেখতে পাবেন, মোদী বলছেন, তিনিই নাকি সব দিচ্ছেন। তার এসব কথা সব মিথ্যা।

নির্বাচনে আত্মবিশ্বাসী সুনাক, তবুও ভোটের তারিখ ঘোষণায় গরিমসি

চলতি বছরের শেষদিকে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে নিজের দল কনজারভেটিভ পার্টি আবারও জয়ী হতে পারে বলে জোর দাবি করলেও, নির্বাচনের তারিখ ঠিক করার বিষয়ে এখনো কিছু বলেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বরং বিষয়টিকে বারবার এড়িয়েই যাচ্ছেন তিনি। সোমবার তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আগের মন্তব্যের-ই পুনরাবিৃত্তি করেন। বলেন, বছরের দ্বিতীয়ার্ধে নির্বাচন হতে পারে। তবে অনেকে দাবি, সুনাক ২০২৫ সালের জানুয়ারিতে নির্বাচনের ডাক দিতে পারেন।

ইসরায়েলের পূর্ণ মাত্রার অভিযানেও হামাস নির্মূল হবে না: ব্লিঙ্কেন

ব্লিঙ্কেন বলেন, ইসরায়েল এমন একটি অবস্থানে রয়েছে যা হামাসের বাকি সদস্যদের পুনঃসংঠিত হতে সাহায্য করবে। আবার ইসরায়েলি বাহিনী যদি রাফা শহর ছেড়ে চলে যায়, তাহলে হামাস আবারও এই এলাকা নিজেদের দখলে নিয়ে নেবে। আরেক মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে ইসরায়েলকে এখন ‘গাজা থেকে বেরিয়ে আসা’ দরকার।

রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত ১৫

রাশিয়ার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ইউক্রেনের হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন থেকে উৎক্ষেপণ করা সোভিয়েত যুগের ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের একটি অংশ ধসে পড়েছে। স্থানীয় সময় রোববারের ওই হামলায় অন্তত ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিচ্ছেন পুতিন

প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগুকে সরিয়ে দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার এই পদক্ষেপকে ইউক্রেন আক্রমণের দুই বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার সামরিক নেতৃত্বে একটি বড় ধরনের পরিবর্তন বলে মনে করা হচ্ছে। রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল প্রকাশিত মন্ত্রী পদের মনোনয়নের তালিকা অনুসারে, অর্থনীতিবিদ এবং দেশটির বর্তমান উপ-প্রধানমন্ত্রী আন্দ্রে বেলোসোভকে শোইগুর স্থলাভিষিক্ত করার প্রস্তাব দিয়েছেন পুতিন।

কে হচ্ছেন রাশিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী?

রাশিয়ার বর্তমান প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগুকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার স্থলাভিসিক্ত হতে যাচ্ছেন উপ-প্রধানমন্ত্রী আন্দ্রে বেলোসোভ, যিনি একজন অর্থনীতিবিদ এবং সামান্য সামরিক অভিজ্ঞতাও তার রয়েছে।

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত্যু বেড়ে ৪১

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে একটি আগ্নেয়গিরির শীতল লাভা এবং আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ১৭ জন। স্থানীয় দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা সোমবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। কয়েক ঘণ্টা ধরে চলা ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যার কারণে রাস্তা-ঘাঁট, বাড়ি-ঘর, মসজিদ প্লাবিত হয়েছে।

মেক্সিকোতে গোলাগুলিতে নিহত ৮

মেক্সিকোতে একটি গোলাগুলির ঘটনায় ৮ জন নিহত হয়েছে। মেক্সিকো সিটি সংলগ্ন মোরোলোস রাজ্যে ওই হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় শনিবার (১১ মে) রাজধানীর সঙ্গে পর্যটন শহর কুয়ের্নাভাকা শহরকে সংযোগকারী একটি হাইওয়ের কাছে অবস্থিত হুইটজিলাক পৌরসভায় ওই হামলার ঘটনা ঘটেছে।

মহিষে চড়ে নিজের প্রথম ভোট দিতে এলেন ‍যুবক, ভিডিও ভাইরাল

ঘটনা ভারতের বিহার রাজ্যের উজিয়ারপুর এলাকার। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক যুবক মহিষে চড়ে ভোট দিতে এসেছেন। কালো শার্ট, ধূসর রঙের প্যান্ট ও মাথায় পাগড়ি পরে আছেন তিনি। মহিষের মাথায়ও সবুজ রঙের কাপড় জড়ানো। তাকে এভাবে আসতে দেখে আশেপাশে লোকজন ভিড় করেছেন। অনেকে ছবি তুলছেন কিংবা ভিডিও করে রেখে দিচ্ছেন তার এই কাণ্ড।

এসএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।