মাঝরাতে মাতাল হয়ে পুলিশের ওপর চড়াও তিন নারী, ভিডিও ভাইরাল
মাঝরাতে পার্টিতে গিয়ে মদ্যপ হওয়ার পর পুলিশের ওপর হামলা করেছেন তিন নারী। ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশ সদস্যদের কামড় দেওয়া, এমনকি ইউনিফর্মও ছিঁড়ে ফেলেন তারা। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তিন নারীকে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (৯ মে) রাতে মুম্বাইয়ের পাশে একটি অভিজাত এলাকায় একটি বারের সামনে কিছু নারী গণ্ডগোল করছেন বলে খবর পায় পুলিশ।
আরও পড়ুন>>
- স্কুলে দেরি করে আসায় শিক্ষিকাকে পেটালেন অধ্যক্ষ, ভিডিও ভাইরাল
- বাসের সিটে বসা নিয়ে দুই নারীর মারামারি, ভিডিও ভাইরাল
- টকশোতে মাওলানার সঙ্গে নারী আইনজীবীর হাতাহাতি (ভিডিও)
অভিযোগ রয়েছে, বারের ভেতর অন্য ক্রেতাদের সঙ্গে বাকবিতণ্ডয়ায় জড়ালে ওই নারীদের বেরিয়ে যেতে বলা হয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশসহ কয়েকজন নিরাপত্তাকর্মীর সঙ্গে উচ্চৈস্বরে তর্ক করছেন কয়েকজন নারী। একপর্যায়ে পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেন তারা।
এসময় একজন নারী পুলিশ কনস্টেবলের হাতে কামড় দেন এবং তার ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন এক নারী। আরেক কনস্টেবলের মাথায় বালতি দিয়ে আঘাত করা হয় এবং তারও হাতে কামড় দেওয়ার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন>>
- ৬০০ টাকা ‘ঘুসের’ জন্য দুই নারীর মারামারি
- গুলশানে বারের সামনে হাতাহাতি, তিন নারী গ্রেফতার
- জব্দ করা ৬০ বোতল মদ খেয়ে ফেলেছে ইঁদুর, দাবি পুলিশের
হাতাহাতির সময় উত্তেজিত নারীদের থামানোর চেষ্টা করছিলেন তাদের এক বন্ধু।
জানা গেছে, কাব্য, অশ্বিনী এবং পুনম নামে ওই তিন নারীকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
কেএএ/