ভোট দিলেই সিনেমার টিকিটে ছাড়, ভোটের হার বাড়াতে অভিনব উদ্যোগ ভারতে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ০৯ মে ২০২৪
ফাইল ছবি

ভারতে সাত দফার লোকসভা নির্বাচনে তিন দফা এরই মধ্যে শেষ। আগামী ২৫ মে হবে চতুর্থ দফার ভোটগ্রহণ। কিন্তু আগের তিন দফাতেই ভোটের হার ছিল বেশ কম। এ কারণে চতুর্থ দফায় ভোটার উপস্থিতি বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে গুরুগ্রাম প্রশাসন।

হরিয়ানার শহরটিতে ওইদিন ভোটদানের পর কোনো মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলে টিকিটের দামে মিলবে বড়সড় ছাড়। কিছু মাল্টিপ্লেক্সে থাকবে বিনামূল্যে খাবারের ব্যবস্থাও।

বিজ্ঞাপন

আরও পড়ুন>>

আগামী ২৫ মে হরিয়ানার ১০টি লোকসভা আসনে একযোগে ভোট হবে। তার আগে, গত বুধবার (৮ মে) গুরুগ্রাম জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, ভোটদানের পর মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলে টিকিটে ছাড় পাওয়া যাবে। তবে আঙুলে ভোটের কালি দেখাতে পারলে তবেই মিলবে সুবিধা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই উপায়ে খাবার এবং কোমল পানীয়তেও ছাড় পাওয়া যাবে। কিছু কিছু মাল্টিপ্লেক্সে বিনামূল্যে খাবারও দেওয়া হবে।

এদিন বেশ কয়েকটি মাল্টিপ্লেক্স চেইনের প্রতিনিধিদের সঙ্গে গুরুগ্রামের নির্বাচনী কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকের পরেই ছাড়ের কথা ঘোষণা করা হয়।

উল্লেখ্য, আগেই ভোটারদের উৎসাহ দিতে ভারতের জাতীয় দলের ক্রিকেটার যুজবেন্দ্র চাহালকে ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ করেছিল গুরুগাম জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।