পাকিস্তানে দুই জঙ্গির ফাঁসি কার্যকর


প্রকাশিত: ০৩:২০ এএম, ২০ ডিসেম্বর ২০১৪

পেশোয়ারের স্কুলে তালেবানের হামলায় শতাধিক শিক্ষার্থী নিহত হওয়ার তিন দিনের মাথায় দুই জঙ্গির ফাঁসি কার্যকর করেছে পাকিস্তান সরকার। শুক্রবার রাতে পাকিস্তানের ফয়সালাবাদে ড. উসমান ওরফে আকিল এবং আরশাদ মেহমুদ নামের ওই দুই জঙ্গির  ফাঁসি কার্যকর করা হয় বলে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল রাহিল শরীফ তাদের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন। উসমান পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্য ছিলেন। ২০০৯ সালে রাওয়ালপিন্ডিতে সেনা সদরদপ্তরে হামলায় সম্পৃক্ততার দায়ে তাকে ফাঁসি দেওয়া হয়। আর আরশাদের মৃত্যুদণ্ড হয় পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে হত্যাচেষ্টার জন্য।

পোশোয়ারে স্কুলশিশুদের ওপর জঙ্গি হত্যাযজ্ঞের পরদিন মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থেকে গত ছয় বছর ধরে চলে আসা নিষেধাজ্ঞা তুলে নেয় পাকিস্তান সরকার। এরপর প্রথম এই দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হল।

উল্লেখ্য, পাকিস্তানের আইনে সর্বোচ্চ সাজা হিসাবে মৃত্যুদণ্ড বিধান থাকলেও ২০০৮ সালে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সময়ে ফাঁসি কার্যকরের ওপর নিষেধাজ্ঞা আসে। তার মেয়াদ গতবছর জুলাই মাসে শেষ হয়ে গেলেও বিভিন্ন মানবাধিকার সংস্থার আহবানে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মুসলিম লিগ সরকারও নিষেধাজ্ঞা বহাল রাখে। তবে সম্প্রতি স্কুলে হামলার ঘটনায় বর্তমান সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।