ফ্রান্সের সেনা টার্গেট করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০৮ মে ২০২৪
দোনেস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের ব্যবহৃত একটি যুদ্ধযান। ছবি: এএফপি

ইউক্রেনে সেনা পাঠানো হতে পারে বলে সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এর জবাবে রাশিয়া সতর্ক করে জানিয়েছে, ইউক্রেনে যদি সেনা পাঠায় ফ্রান্স তাহলে সেখানে তাদের টার্গেট করা হবে।

ফেব্রুয়ারিতে ম্যাক্রোঁর মন্তব্য ঘিরে মূলত বিতর্ক শুরু হয়। তখন তিনি বলেন, ইউক্রেনে স্থল সেনা পাঠানোর বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছিলেন, ইউক্রেনে যদি রাশিয়া জয় পায়, তাহলে ইউরোপের গ্রহণযোগ্যতা শূন্যতে নেমে আসবে।

আরও পড়ুন>

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ম্যাক্রোঁ নিজেই রাশিয়ার জন্য এক ধরনের কৌশলগত অনিশ্চয়তা তৈরি করার ইচ্ছা নিয়ে বক্তব্য দিয়েছেন।।

তিনি বলেন, ফ্রান্স যদি সংঘাতপূর্ণ এলাকায় আসে তাহলে তারা রাশিয়ার সেনাবাহিনীর টার্গেটে পরিণত হবে। প্যারিস এর প্রমাণ এরই মধ্যে পেয়েছে বলেও মনে করেন তিনি।

মারিয়া জাখারোভা বলেন, ইউক্রেনে যারা মারা গেছেন তাদের মধ্যে অনেক ফরাসি নাগরিক রয়েছেন, যা রাশিয়ার দৃষ্টিগোচর হয়েছে।

এদিকে টানা পঞ্চমবার রাশিয়ার প্রেসিডেন্টের আসনে বসে অনন্য রেকর্ড গড়ছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৭ মে) ক্রেমলিনে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন তিনি। এর ফলে আরও ছয় বছরের জন্য রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের সুযোগ পাচ্ছেন পুতিন। তবে আগের যেকোনো সময়ের তুলনায় এবারের মেয়াদে বেশি ক্ষমতাধর হবেন তিনি।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।