২০০ নম্বরের পরীক্ষায় ২১২ পেলো শিক্ষার্থী!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২২ পিএম, ০৭ মে ২০২৪
ছবি সংগৃহীত

পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ২০০, সেখানে একটি বিষয়ে ২১১ এবং আরেকটিতে ২১২ পেয়েছে এক শিক্ষার্থী। এ নিয়ে রীতিমতো তুলকালাম পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, রাজ্যের খারাসানা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র বংশীবেন মনীশভাই।

তার রিপোর্ট কার্ডে দেখা গেছে, সে গুজরাটি পরীক্ষায় ২১১ এবং গণিতে ২১২ পেয়েছে। অথচ বিষয়গুলোর সর্বোচ্চ নম্বর ছিল ২০০।

আরও পড়ুন>>

তাহলে কীভাবে সম্ভব হলো এটি? উত্তর, ভুল করে!

ফলাফল বের হওয়ার পরপরই বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। জানা যায়, ভুলটা হয়েছিল নম্বর যোগ করার সময়। এ কারণে দ্রুত সংশোধিত ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ।

সংশোধিত ফলাফলে দেখা যায়, ২০০ নম্বরের গুজরাটি পরীক্ষায় ওই শিক্ষার্থী পেয়েছে ১৯১ নম্বর এবং গণিতে পেয়েছে ১৯০। বাকি বিষয়গুলোর মোট নম্বর অপরিবর্তিত রয়েছে।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।