সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২ মে ২০২৪
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ক্যানসারের উপাদান, সব কোম্পানির মসলা পরীক্ষা করবে ভারত
সম্প্রতি ভারতীয় দুইটি কোম্পানির মসলায় নিষেধাজ্ঞা দেয় সিঙ্গাপুর ও হংকং। মসলায় ক্যানসারের উপাদান মেলায় এমন সিদ্ধান্ত নেয় দেশ দুইটি। এরপর নড়েচেড়ে বসে ভারত। ওই দুই কোম্পানির মসলা পরীক্ষা-নিরীক্ষার কথা জানায়। তবে এবার এই পদক্ষেপ আরও বিস্তৃত করছে ভারতীয় কর্তৃপক্ষ। দেশটির নিরাপদ খাদ্য নিয়ন্ত্রক সংস্থা অন্যান্য সব কোম্পানির মসলা পরীক্ষার নির্দেশ দিয়েছে।
ভারতে ৫১ বছরের রেকর্ড ভাঙলো দাবদাহ, তাপমাত্রা ছাড়ালো ৪৭ ডিগ্রি
কয়েক সপ্তাহ ধরে ভয়ংকর দাবদাহে পুড়ছে ভারতের বেশিরভাগ এলাকা। এর মধ্যেই নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উত্তপ্ত এপ্রিল মাস পার করেছে দক্ষিণ ভারত। আর উত্তরপূর্ব ভারতে ভেঙেছে ৫১ বছরের রেকর্ড। ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) পরিসংখ্যানে উঠে এসেছে এসব তথ্য।
মরুর দেশ আমিরাতে অঝোরে ঝরছে বৃষ্টি, সতর্কতা জারি
প্রবল বৃষ্টিপাতের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। বেশিরভাগ রাস্তায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় বিঘ্নিত হচ্ছে যানচলাচল। এর কারণে স্কুলগুলোতে শিক্ষার্থীদের সশরীরে হাজির হওয়ার পরিবর্তে অনলাইনে ক্লাস নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের কর্মীদেরও বাসায় থেকে কাজ করার অনুমতি দিতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো, পুলিশের অভিযান
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় সব প্রবেশ পথেই এখন পুলিশ ও ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের ভিড়, রাস্তায় ব্যারিকেড। জিনিসপত্র নিয়ে শিক্ষার্থীরা বাড়ির উদ্দেশে ক্যাম্পাস ছাড়ছে। ক্লাস বাতিল হয়েছে আর পরীক্ষা কবে হবে ঠিক নেই। বিশ্ববিদ্যালয়টিতে এরপর কী হতে যাচ্ছে তা নিয়েই সর্বত্র এক থমথমে ভাব আর অনিশ্চয়তা।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া
ইউক্রেন যুদ্ধে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে শ্বাসরোধকারী এজেন্ট ক্লোরোপিক্রিন ব্যবহার করে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ওপর বিশ্বব্যাপী যে নিষেধাজ্ঞা রয়েছে তা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে ওয়াশিংটন।
ইউরোপে তিন বছরে নিখোঁজ ৫০ হাজার অভিবাসী শিশু
ইউরোপে প্রবেশের পর গত তিন বছরে ৫০ হাজারের বেশি অভিভাবকহীন অভিবাসী শিশু নিখোঁজ হয়েছে। অর্থাৎ, প্রতিদিন গড়ে ৪৭ জন শিশু নিখোঁজ হয়েছে। আন্তর্জাতিক এক অনুসন্ধানে উঠে এসেছে ভয়ংকর এই তথ্য। কয়েকটি সংবাদমাধ্যমের সম্মিলিত উদ্যোগ ‘লস্ট ইন ইউরোপ’ শীর্ষক গবেষণায় দেখা গেছে, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ইউরোপে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে থাকা অন্তত ৫১ হাজার ৪৩৩ জন সঙ্গীহীন অভিবাসী শিশু ও কিশোর নিখোঁজ হয়েছে।
ভেঙে গেলো গোদরেজ গ্রুপ, কার ভাগে কী পড়লো?
ভেঙে যাচ্ছে ভারতের শত বছরেরও বেশি সময়ের পুরোনো ও অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী গোদরেজ। ১২৭ বছরের পুরনো এই ভারতীয় শিল্পগোষ্ঠীর ছাতার নীচে এত দিন একসঙ্গে কাজ করতো গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপ ও গোদরেজ এন্টারপ্রাইজ গ্রুপের বহু সংস্থা। এরই মধ্যে একটি বিবৃতিতে গোদরেজ গোষ্ঠী জানিয়েছে, সব সংস্থাকে নিজেদের মধ্যে দুই ভাগে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৭ সপ্তাহের মধ্যে সর্বনিম্নের পর ঘুরে দাঁড়াচ্ছে জ্বালানি তেলের দাম
টানা তিনদিন পতনের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন হয়। তবে বৃহস্পতিবার (২ মে) জ্বালানি তেলের দাম বেড়েছে। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৯ সেন্ট বা শূন্য দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ২৩ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৬৯ সেন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে।
৩০ বছরে একটিও লাগেজ হারায়নি যে বিমানবন্দর
বিশ্বের সেরা বিমানবন্দর হওয়ার দৌড়ে সিঙ্গাপুর ও দোহার মধ্যে সারাক্ষণই প্রতিযোগিতা লেগে রয়েছে। কিন্তু একই সময় ভিন্ন এক অর্জনের মাধ্যমে বিশ্বসেরা হওয়ার দাবি জানাচ্ছে জাপানের একটি বিমানবন্দর। দেশটির কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরের দাবি, গত ৩০ বছরে একটিও লাগেজ হারায়নি তারা।
লোকসভা নির্বাচনে ইভিএমে ভোট কারচুপির অভিযোগ মমতার
এদিনের সভামঞ্চ থেকে জাতীয় নির্বাচন কমিশনার ও বিজেপির ওপর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন আসলেই নানা রকম ভাঁওতা ও মিথ্যে কথা বলা হয়। প্রথম দফা ও দ্বিতীয় দফার নির্বাচন হলো। নির্বাচন কমিশনের সূত্র ধরে সব সংবাদমাধ্যম লিখেছে কোথায় কত শতাংশ ভোট হয়েছে। আমি গতরাতে হঠাৎ শুনতে পেলাম বিজেপির যেখানে কম ভোট হয়েছে সেখানেই ৫ দশমিক ৭৫ শতাংশ ভোট হঠাৎ করে বেড়ে গেছে। জাতীয় নির্বাচন কমিশন এই সংক্রান্ত একটি নোটিশও জারি করেছে।
এসএএইচ/জেআইএম