আইএস-এর বিরুদ্ধে মার্কিনদের সফল অভিযান


প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৪

জঙ্গি গোষ্টী ইসলামিক স্টেট বা আইএস-এর নিয়ন্ত্রণে থাকা সিনজার পাহাড় মুক্ত করা সম্ভব হয়েছে বলে দাবি ইরাকি কুর্দিদের। এদিকে, মার্কিন বাহিনী তাদের বিমান হামলায় আইএস-এর কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার খবর দিয়েছে।

ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত এলাকার গোয়েন্দা প্রধান মাশরুর বারজানি বলেন, পেশমের্গা বাহিনী সিনজার পাহাড়ে পৌঁছেছে এবং সেখানে থাকা অবরোধ তুলে নেয়া হয়েছে।

প্রায় আট হাজার পেশমের্গা সদস্য দু`দিন ধরে ঐ অঞ্চলে অভিযান চালায়। সঙ্গে ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকা বাহিনীর আকাশ থেকে চালানো বিমান হামলা। এর ফলে সিনজার পাহাড় মুক্ত করা সম্ভব হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের। বারজানি এই অভিযানকে আইএস-এর বিরুদ্ধে ‘সবচেয়ে বড় ও সবচেয়ে সফল` সামরিক অভিযান বলে আখ্যায়িত করেন।

গত আগস্ট মাসে আইএস সিনজার এলাকায় বসবাস করা ইয়াজিদি গোষ্ঠীর মানুষজনের উপর হামলা করে শত শত লোককে হত্যা করে বলে জানা গেছে। সে সময় হাজার হাজার মানুষ ভয়ে ঐ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আইএস-এর বিরুদ্ধে আকাশ থেকে বিমান হামলা চালানোর ঘোষণা দেন। পেশমের্গা যোদ্ধাদের সবশেষ অভিযান সফল হওয়ার যে দাবি করা হচ্ছে সেটা সত্য হলে অবরুদ্ধ ইয়াজিদিরা মুক্ত হতে পারবেন।

ঊর্ধ্বতন আইএস নেতা নিহত? পেন্টাগন জানিয়েছে গত কয়েকদিনে চালানো বিমান হামলায় আইএস এর অন্তত তিনজন উচ্চ পদস্থ নেতা নিহত হয়েছে। এর ফলে আইএস-এর ক্ষমতা অনেকখানি খর্ব হবে বলে মনে করেন পেন্টাগন মুখপাত্র রিয়ার এডমিরাল জন কিরবি। অবশ্য আইএস-এর সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে তাদের ঊর্ধ্বতন নেতাদের নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এই অ্যাকাউন্টগুলো থেকে সাধারণত জিহাদিদের খবর প্রচার করা হয় বলে জানিয়েছে এএফপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।