মিয়ানমারে রেকর্ডভাঙা দাবদাহ, তাপমাত্রা ছুঁলো ৪৮.২ ডিগ্রি
বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়াজুড়ে কয়েকদিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ। ভয়ংকর গরমে প্রাণ ওষ্ঠাগত দশা মানুষের। এর মধ্যেই প্রতিবেশী মিয়ানমারে নতুন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে এপ্রিলের দাবদাহ। গত রোববার (২৮ এপ্রিল) দেশটির একটি শহরের তাপমাত্রা উঠেছিল ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা এপ্রিল মাসের ইতিহাসে সর্বোচ্চ। খবর এএফপির।
সোমবার মিয়ানমারের আবহাওয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, রোববার দেশটির মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে অঞ্চলের চাউক শহরে তাপমাত্রার পারদ ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। ৫৬ বছর আগে রেকর্ড রাখা শুরু হওয়ার পর দেশটিতে এপ্রিল মাসে এত গরম আর দেখা যায়নি।
আরও পড়ুন>>
- চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
- স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- কবে থেকে তাপমাত্রা কমবে জানালো আবহাওয়া অধিদপ্তর
একই দিন বাণিজ্যিক শহর ইয়াঙ্গুনের তাপমাত্রা উঠেছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া, মান্দালয় শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৪ ডিগ্রি সেলসিয়াস।
গরমে অতিষ্ঠ চাউকের এক বাসিন্দা বলেন, এখানে প্রচণ্ড গরম ছিল। আমরা সবাই বাড়িতে ছিলাম। তিনি বলেন, এমন (গরম) হলে আমরা কিছুই করতে পারি না।
স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, গত বৃহস্পতিবার মিয়ানমারের মধ্যাঞ্চলীয় এলাকাগুলোতে দিনের তাপমাত্রা এপ্রিলের গড়ের তুলনায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
আরও পড়ুন>>
- দক্ষিণপূর্ব এশিয়াজুড়ে তীব্র তাপপ্রবাহ
- ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ বইছে
- দাবদাহ থেকে বাঁচতে গোসলে নেমে ১০ দিনে প্রাণ গেলো ৯ শিশু-কিশোরের
জলবায়ু পরিবর্তন, মানবসৃষ্ট প্রভাবসহ বিভিন্ন কারণে বিশ্বের তাপমাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। গত বছর বৈশ্বিক তাপমাত্রা নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে, এশিয়া মহাদেশ দ্রুত উষ্ণ হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা। এর ফলে, এ অঞ্চলে তাপপ্রবাহের প্রভাব আরও গুরুতর হয়ে উঠছে।
বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ দীর্ঘতর, ঘন ঘন এবং তীব্রতর হচ্ছে।
কেএএ/