হঠাৎ লাল হয়ে গেলো লিবিয়ার আকাশ, গ্রিসে কমলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২৫ এপ্রিল ২০২৪
ধূলিঝড়ে লিবিয়ার আকাশে লাল ও গ্রিসে কমলা রং ধারণ করেছে। ছবি: সংগৃহীত

চারপাশ ছেয়ে আছে লাল ধূলোয়। আকাশও হয়ে উঠেছে রক্তিম বর্ণ। প্রথম দেখায় মনে হতে পারে, এটি পৃথিবীর নয়, মঙ্গল গ্রহের দৃশ্য। কিন্তু গত মঙ্গলবার (২৩ এপ্রিল) ঠিক এমনই দৃশ্য দেখা গেছে লিবিয়ায়। সেদিন দিনের বেলা হঠাৎই লাল বর্ণ ধারণ করেছিল দেশটির আকাশ।

একই দিন গ্রিসেও তৈরি হয়েছিল অদ্ভূত পরিবেশের। দেখতে দেখতেই দেশটির রাজধানী এথেন্সের আকাশ ছেয়ে গিয়েছিল কমলা রঙে।

আরও পড়ুন>>

মূলত, ভূমধ্যসাগর পেরিয়ে আসা সাহারা মরুভূমির ধূলোয় ঢাকা পড়ে এই অবস্থা হয়েছিল গ্রিসের।

স্কাই নিউজের খবর অনুসারে, শক্তিশালী দক্ষিণী বাতাস উত্তর আফ্রিকা থেকে ধূলোর মেঘ বয়ে ইউরোপে নিয়ে যায়। এর ফলে গত মঙ্গলবার গ্রিসের রাজধানীসহ বিভিন্ন এলাকার আকাশ কমলা বর্ণ ধারণ করে।

স্থানীয় একজন আবহাওয়া গবেষক বলেছেন, এটি ২০১৮ সালের পর এ অঞ্চলে হওয়া সবচেয়ে ভয়াবহ ধূলিঝড়।

দ্য লিবিয়া অবজারভারের তথ্যমতে, মঙ্গলবার ধূলিঝড়ের সঙ্গে ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে বাতাস বইছিল।
স্যাটেলাইটে লিবিয়ার উত্তর উপকূলের বিস্তীর্ণ অংশ ধূলোর মেঘে ঢাকা থাকতে দেখা যায়, যা দক্ষিণ দিকে মরুভূমি এবং উত্তরে ভূমধ্যসাগরের ওপর প্রসারিত হয়েছে।

আরও পড়ুন>>

লিবিয়া ও গ্রিসের এই ধূলিঝড় এবং লাল-কমলা আকাশের দৃশ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করেছেন অনেকে। এমন পরিস্থিতিতে ‘অদ্ভুত’ বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

সূত্র: স্কাই নিউজ, আকুওয়েদার
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।