চাঁদ দেখা যায়নি, কলকাতায়ও ঈদ বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৩ এএম, ১০ এপ্রিল ২০২৪

কলকাতার আকাশে মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

কলকাতার মুসলমানদের প্রধান প্রার্থনালয় নাখোদা মসজিদের তরফ থেকে জানানো হয়েছে, চাঁদের দেখা মেলেনি মঙ্গলবার সন্ধ্যায়। সেই কারণেই আগামী বুধবার ১০ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে অপেক্ষা করতে হবে। আগামী বৃহস্পতিবার ১১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হবে।

কলকাতার নাখোদা মসজিদের আহ্বায়ক নাসের ইব্রাহিম জানান, মঙ্গলবার চাঁদ দেখা যায়নি। ইনশাল্লাহ বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করা হবে।

ঈদের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ তথা কলকাতাজুড়ে উৎসবমুখর পরিবেশে তৈরি হয়েছে। কলকাতার রেড রোডে মুসল্লিদের নামাজের আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঈদকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা দেওয়ার উৎসব বলা হয়।

ডিডি/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।