নির্বাচনী প্রচারে বেরিয়ে নারীদের চুমু

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৯ এপ্রিল ২০২৪
এক নারীকে চুমু দিচ্ছেন অভিযুক্ত বিজেপি প্রার্থী

কাউকে চুমু খাচ্ছেন, তো কারও খোলা পিঠে অশ্লীলভাবে হাত দিচ্ছেন! নির্বাচনী প্রচারের সময় মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর এমনই ছবি ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই ছবি কেন্দ্র করে তুমুল বিতর্ক শুরু হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। প্রচাররত খগেন মুর্মুর এমন একাধিক আপত্তিকর ছবি এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে এনে বিজেপির বিরুদ্ধে সরব রাজ্যটির শাসকদল তৃণমূল। সমালোচনা করে লেখা হয়েছে, এভাবেই নারীদের সম্মানে ব্যস্ত মোদীর পরিবার।

আরও পড়ুন>

মুখে নারী সম্মানের কথা বললেও নারীদের ভোগের চোখে দেখে বিজেপি’, বারবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে খগেন মুর্মুর যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, এক নারীর খোলা পিঠে হাত রেখে ঘনিষ্ঠভাবে তার সঙ্গে হেঁটে যাচ্ছেন খগেন। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে, এক নারীকে ধরে চুমু দিচ্ছেন মালদহ উত্তরের প্রার্থী।

আপত্তিকর এই ছবি তুলে ধরে তৃণমূলের পক্ষ থেকে লেখা হয়েছে, যাকে আপনি দেখছেন, তিনি মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। প্রচারে বেরিয়ে তিনি নারীদের চুম্বন করছেন। নারী কুস্তিগিরদের যৌন হেনস্তা করা সাংসদ থেকে শুরু করে বাঙালি নারীদের নিয়ে গান, বিজেপিতে নারীবিরোধী নেতার অভাব নেই। এভাবেই নারীদের সম্মানে ব্যস্ত মোদী পরিবারের সদস্যরা। ভেবে দেখুন, এরা ক্ষমতায় এলে কী করতে পারে।

এদিকে ছবি ঘিরে বিতর্ক চরম আকার নিতেই মুখ খুলেছেন খগেন মুর্মু। তার দাবি, ওটাই তৃণমূলের সংস্কৃতি। বাচ্চাকে সবাই আদর করে। ও বাচ্চা মেয়ে আমার খুব কাছের ও পরিচিত। ঘটনার সময় মেয়েটির বাবা-মাও সঙ্গে ছিল। তৃণমূল ওই ছবি ফেসবুকে ভাইরাল করে নারী জাতিকে অপমান করেছে।

এই ঘটনার প্রতিবাদে সাইবার ক্রাইম ও কমিশনে নালিশ জানাবেন বলেও হুঁশিয়ারি দেন খগেন। এদিকে স্থানীয় তৃণমূল নেতা বাব্লার দাবি, ছবিটা আমরা দেখেছি। হতে পারে মেয়েটির সঙ্গে তার কোনো সম্পর্ক রয়েছে। কিন্তু এভাবে প্রকাশ্যে রাস্তায় চুমু খাওয়াটা অত্যন্ত নিন্দনীয়। ওই ছবিটা বিজেপিরই কেউ ভাইরাল করেছে। এই ধরনের ছবি সাধারণত বিহার, উত্তরপ্রদেশে দেখা যায়। কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা সত্যিই নিন্দনীয়।

এমএসএম/ডিডি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।