গাজায় অভিযানে ৬০৪ ইসরায়েলি সেনা নিহত
ছয় মাস ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রায় প্রতিদিনই শত শত নিরীহ ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছেন। এদিকে গাজায় অভিযান চালাতে গিয়ে ইসরায়েলি বাহিনীর ছয় শতাধিক সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। খবর আল জাজিরার।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে অভিযানে গতরাতে তাদের আরও চার সেনা নিহত হয়েছে। নিহত সেনাদের মধ্যে এক স্কোয়াড কমান্ডারও রয়েছে। ফলে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৬০৪ সেনা নিহত হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। তারপর থেকে ছয় মাস ধরে সেখানে সংঘাত অব্যাহত রয়েছে।
প্রাণঘাতী এই যুদ্ধে সবচেয়ে বেশি ভুক্তভোগী নারী ও শিশুরা। ইসরায়েল ও হামাসের মধ্যে চলা এই সংঘাত কবে থামবে তার কোনো ইঙ্গিত নেই। তবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ফের শুরু হচ্ছে।
এদিকে গাজার খান ইউনিসে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। হামাসের দাবি সেখানে এক অতর্কিত হামলায় ১৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
তবে যুদ্ধবিরতি চুক্তির জন্য মিশরের রাজধানীতে ফের আলোচনা শুরু হতে চলেছে। সেখানে মধ্যস্থতাকারীদের পাশাপাশি হামাসের প্রতিনিধি দল ও ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা অংশ নেবেন।
আরও পড়ুন:
- যুদ্ধবিরতির আলোচনা সামনে রেখে খান ইউনিসে তীব্র লড়াই
- গাজায় ১৯৬ ত্রাণকর্মী নিহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ
- ফজরের সময় আল-আকসা থেকে ১৬ মুসল্লি গ্রেফতার
তাছাড়া যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ বাড়ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর। তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক।
টিটিএন