ফোর্বসের প্রতিবেদন-২০২৪
যুদ্ধ-মূল্যস্ফীতির মধ্যেও ফুলেফেঁপে উঠেছে ধনীদের সম্পত্তি
যুদ্ধ, রাজনৈতিক অস্থিতিশীলতা ও মূল্যস্ফীতির মধ্যেও বিশ্বের ধনকুবেরদের সম্পত্তি বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিলিয়নিয়ারের তালিকায় যুক্ত হয়েছে আরও নতুন মুখ।
বিশ্বে এখন মোট বিলিয়নিয়ারের সংখ্যা দুই হাজার ৭৮১, যা গত বছরের তুলনায় ১৪১ জন বেশি। তাদের মোট সম্পত্তির পরিমাণ ১৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলার, যা ২০২৩ সালের তুলনায় দুই ট্রিলিয়ন ডলার বেশি।
আরও পড়ুন>
- ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী এখন বার্নার্ড আর্নল্ট
- দ্বিগুণ হয়েছে শীর্ষ পাঁচ ধনীর সম্পদ, গরিব হয়েছে ৫০০ কোটি মানুষ
তবে সম্পত্তির অধিকাংশই শীর্ষ ২০ জনের দখলে। ২০২৩ সালের পর তারা সমন্বিতভাবে ৭০০ বিলিয়ন ডলার যোগ করেছেন। বিলিয়নিয়ারের তালিকায় যক্তরাষ্ট্রের ৮১৩ জন স্থান পেয়েছেন, তাদের সমন্বিত সম্পত্তির পরিমাণ ৬ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার।
বিলিয়নিয়ারের তালিকায় ৪৭৩ জন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীন। দেশটির বিলিয়নিয়ারদের মোট সম্পত্তির পরিমাণ এক দশমিক ৭ ট্রিলিয়ন ডলার।
২০০ বিলিয়নিয়ার নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। তাদের সমন্বিত সম্পত্তির পরিমাণ ৯৫৪ বিলিয়ন ডলার।
এদিকে ২৩৩ বিলিয়ন ডলারে সম্পত্তি নিয়ে বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষে রয়েছেন ফরাসি ব্যবসায়ী ও এলভিএমএইচের সিইও বার্নার্ড আর্নল্ট। দ্বিতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তার সম্পত্তির পরিমাণ ১৯৫ বিলিয়ন ডলার।
এমএসএম