১১৪ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০৩ এপ্রিল ২০২৪
হুয়ান ভিসেন্তে পেরেজ মোরা। ছবি: এএফপি

২০২২ সালে ভেনেজুয়েলার হুয়ান ভিসেন্তে পেরেজ মোরাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের স্বীকৃতি দিয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। গত মঙ্গলবার (২ এপ্রিল) ১১৪ বছর বয়সে মারা গেছেন তিনি। স্থানীয় কর্মকর্তা ও পেরেজের স্বজনদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ভেনেজুয়েলান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, হুয়ান ভিসেন্তে পেরেজ মোরা ১১৪ বছর বয়সে অনন্ত জীবনে যাত্রা করেছেন।

আরও পড়ুন>>

২০২২ সালের ৪ ফেব্রুয়ারি পেরেজকে জীবিত মানুষদের মধ্যে সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। গিনেসের তথ্যমতে, সেই সময় তার বয়স ছিল ১১২ বছর এবং ২৫৩ দিন।

২০২২ সাল পর্যন্ত পেরেজের পরিবারে ছিল ১১ সন্তান, ৪১ জন নাতি-নাতনি, ১৮ জন প্রপৌত্র এবং ১২ জন প্রপ্রপৌত্র।

পরিচিতদের কাছে টিও ভিসেন্টে নামে পরিচিত ছিলেন পেরেজ। পেশায় তিনি ছিলেন কৃষক।

আরও পড়ুন>>

১৯০৯ সালের ২৭ মে আন্দিয়ান রাজ্যের তাচিরার এল কোব্রে শহরে জন্মগ্রহণ করেন পেরেজ। ১০ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন নবম।

গিনেস কর্তৃপক্ষের তথ্যমতে, মাত্র পাঁচ বছর বয়সে বাবা ও ভাইদের সঙ্গে কৃষিকাজ শুরু করেন পেরেজ। মূলত আখ এবং কফি চাষে সাহায্য করতেন তিনি। পরে পুলিশে চাকরি। কিন্তু কৃষিকাজ কখনোই ছাড়েননি পেরেজ।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।