মেক্সিকোতে সন্দেহভাজন ৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ৩০ মার্চ ২০২৪
মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্ত, ছবি: এএফপি (ফাইল)

দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সা রাজ্যের একটি সমুদ্রসৈকত থেকে সন্দেহভাজন ৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তারা কোনো নৌকাডুবির শিকার হয়েছেন। দেশটির প্রসিকিউটর অফিস এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে প্রসিকিউটর অফিস জানায়, ওয়াক্সা উপকূলে তাদের বহনকারী নৌকাটি দুর্ঘটনারকবলে পড়ে। ওই দুর্ঘটনা থেকে একজন বেঁচে গেছেন বলেও জানানো হয়।

আরও পড়ুন>

প্রথমিক ধারণা অনুযায়ী বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগীরা অভিবাসনজনিত সমস্যার শিকার হয়েছেন। তাছাড়া তারা এশিয়ান অরিজিন বলেও সন্দেহ করা হয়।

মেক্সিকোর যে উপকূল থেকে মরদেহগুলো উদ্ধার হয়েছে সেটিকে প্রায়ই অভিবাসপ্রত্যাশীরা ব্যবহার করেন। মূলত এসব অভিবাসন প্রত্যাশীরা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান।

সরকারি তথ্য অনুযায়ী, গত বছর যেসব অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয় তাদের মধ্যে চীন, ভারত ও উজবেকিস্তানের নাগরিকও ছিলেন।

সম্প্রতি মেক্সিকোর অভিবাসনকেন্দ্রগুলোতে অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে এ ব্যাপারে মেক্সিকো সরকারকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।