প্রথমবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৭ মার্চ ২০২৪
রুমি আলকাহতানি। ছবি সংগৃহীত

প্রথমবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে সৌদি আরব। এ বছর সৌন্দর্য প্রতিযোগিতার বৈশ্বিক আসরটিতে দেশটির প্রতিনিধিত্ব করবেন রুমি আলকাহতানি নামে ২৭ বছরের এক তরুণী। সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আল-অ্যারাবিয়ার এক প্রতিবেদেনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে মেক্সিকোয় অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স প্রতিযোগিতার পরবর্তী আসর। এতে প্রথমবারের মতো অংশ নেবে সৌদি আরব। আর তাতে প্রতিনিধিত্ব করবেন মডেল তারকা আলকাহতানি।

আরও পড়ুন>> 

রুমি আলকাহতানি নিজেও ইনস্টাগ্রামে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা জানিয়েছেন। পোস্টটিতে সৌদির পতাকা হাতে একাধিক ছবিও যুক্ত করেছেন তিনি।

সৌদি এ নারী আরবি ভাষায় লিখেছেন, মিস ইউনিভার্স-২০২৪ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়ে সম্মানিতবোধ করছি। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এটিই সৌদি আরবের প্রথম অংশগ্রহণ।

আরও পড়ুন>> 

হাতে সৌদির পতাকা এবং শরীরে ‘মিস ইউনিভার্স সৌদি আরব’ লেখা একটি স্যাশে জড়িয়ে ছবিতে পোজ দিতে দেখা গেছে তাকে।

আল-অ্যারাবিয়া জানিয়েছে, রিয়াদে জন্ম নেওয়া এ তরুণী সৌদি আরবের বেশ নামকরা মডেল। এর আগে তিনি মিস আরব পিস, মিস প্ল্যানেট, মিস মিডল ইস্টসহ বিভিন্ন ইভেন্টে নিজ দেশের প্রতিনিধিত্ব করেছেন।

ইনস্টাগ্রামে তার ১০ লাখেরও বেশি অনুসারী রয়েছে।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।