অভিযুক্তদের ছবি প্রকাশ
মস্কোয় হামলাকারীদের কী সাজা দেবে রাশিয়া?
অবশেষে প্রকাশ্যে এলো মস্কোর কনসার্ট হলে সন্দেহভাজন হামলাকারীদের ছবি। রোববার (২৫ মার্চ) রাশিয়ার একটি আদালতে হাজির করা হয় তাদের। সেই ভিডিও প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম।
আদালতের ছবি ও ভিডিওতে চার সন্দেহভাজনকে পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। চেহারাতেই স্পষ্ট, তাদের ওপর ভয়ানক নির্যাতন চালানো হয়েছে। প্রত্যেকের মুখেই ছিল মারাত্মক জখমের চিহ্ন। এমনকি, একজনকে আদালতে আনা হয়েছিল হুইলচেয়ারে বসিয়ে।
হামলাকারীদের পরিচয়
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত চারজনের নাম দালেরদজন মিরজোয়েভ (৩২), সাইদাক্রমি মুরোদালি রাচাবালিজোদা (৩০), শামসিদিন ফরিদুনি (২৫) এবং মুহাম্মাদসোবির ফয়জভ (১৯)। তারা চারজনই তাজিকিস্তানের নাগরিক বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন>>
মিরজোয়েভ এবং রাচাবালিজোদা নামে আদালত যে ব্যক্তিদের চিহ্নিত করেছে, তাদের চোখের চারপাশে গভীর কালো রঙ দেখা গেছে। দ্বিতীয়জনের কানে মোটা ব্যান্ডেজ লাগানো ছিল। গ্রেফতারের সময় তার কান আংশিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে।
মিরজোয়েভের গলায় একটি ছেঁড়া প্লাস্টিকের ব্যাগ জড়ানো দেখা গেছে। ফরিদুনি নামে পরিচয় দেওয়া ব্যক্তির মুখের একাংশ অনেকখানি ফুলে ছিল। ফায়জভ নামের লোকটিকে হাসপাতালের পাতলা গাউন পরা অবস্থায় হুইলচেয়ারে বসিয়ে আদালতে হাজির করা হয়েছিল। এসময় তিনি অজ্ঞান ছিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, ফায়জভ একটি চোখ হারিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অভিযুক্ত চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তাদের আগামী ২২ মে পর্যন্ত বন্দি রাখার আদেশ দিয়েছেন রুশ আদালত। তবে অভিযুক্তদের বিচারের তারিখ কখন নির্ধারিত হবে তার ওপর ভিত্তি করে এর সময় আরও বাড়ানো হতে পারে।
Four suspects remanded in custody over Moscow concert hall attack killed 137 people.
— AFP News Agency (@AFP) March 25, 2024
All four suspects have been charged with terrorism.
Russia observed a national day of mourning on Sunday following the attack claimed by the Islamic Statehttps://t.co/HC1uZhFT7f pic.twitter.com/PMMPiOPiJw
মস্কোর বাসমানি জেলা আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, চার আসামিই যাবজ্জীবন কারাদণ্ডের ঝুঁকিতে রয়েছেন।
আদালত বলেছে, দুই আসামি এরই মধ্যে দোষ স্বীকার করেছেন। তাদের মধ্যে একজন ‘সম্পূর্ণভাবে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন’।
আরও পড়ুন>>
হামলার নেপথ্যে কারা
রুশ কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন, কনসার্ট হলে হামলার ঘটনায় গ্রেফতার চারজনই বিদেশি। রুশ গণমাধ্যমের খবর অনুসারে, তারা তাজিকিস্তানের নাগরিক।
আফগানিস্তানের সীমান্তবর্তী দেশ তাজিকিস্তানে জঙ্গিগোষ্ঠী আইএস এখনো বেশ সক্রিয়। মস্কোয় গত শুক্রবারের হামলার দায়ও স্বীকার করেছে গোষ্ঠীটির আফগান শাখা বলে পরিচিত ইসলামিক স্টেট-খোরাসান বা আইএসআইএস-কে।
শুক্রবারের হামলার পর আগুন জ্বলছে ক্রোকাস সিটি হলে। ছবি: এএফপি
তবে ক্রেমলিন দাবি করেছে, ক্রোকাস সিটি হলের ওই কনসার্টে বন্দুক হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত অপরাধীদের সঙ্গে ইউক্রেনের যোগাযোগ ছিল এবং হামলার পর বন্দুকধারীরা ইউক্রেনেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
রুশ বার্তা সংস্থা তাস জানায়, হামলার পর অপরাধীরা রাশিয়া-ইউক্রেন সীমান্ত অতিক্রম করতে চেয়েছিলেন ও ইউক্রেনের সঙ্গে তাদের ভালো যোগাযোগ ছিল। একই অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।
এই তথ্য দেওয়ার আগে হামলায় জড়িত ১১ সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানায় রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। আটক ব্যক্তিদের মধ্যে চারজন সরাসরি হামলায় জড়িত ছিলেন বলে দাবি করেছে এফএসবি।
তদন্তকারীরা জানিয়েছেন, অন্তত পাঁচ বন্দুকধারী ক্রোকাস সিটি হলের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান। পরে তারা একটি ‘দাহ্য তরল’ ব্যবহার শপিং মলের কনসার্ট হলে আগুন লাগিয়ে দেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত আরও শতাধিক মানুষ। তাদের অনেকের অবস্থা গুরুতর বলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
রাশিয়ায় গত দুই দশকের মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।
কেএএ/