গ্রেফতার হওয়া একজনের বক্তব্য

মস্কোয় হামলা চালাতে ৫ লাখ রুবল প্রস্তাব করা হয়েছিল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১১ পিএম, ২৪ মার্চ ২০২৪
ফাইল ছবি

মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার এক ব্যক্তি জানিয়েছেন, হামলা চালানোর জন্য তাকে পাঁচ লাখ রুবল বা পাঁচ হাজার ৪০০ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৫ লাখ ৯০ হাজার টাকা।

রুশ সংবাদ মাধ্যম আরটি’র এডিটর-ইন-চিফ মার্গারিটা সিমোনিয়ানের একটি টেলিগ্রাম পোস্টের বরাত দিয়ে রোববার (২৪ মার্চ) এই তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

গ্রেফতার হওয়া ওই ব্যক্তি বলেন, টাকার জন্য আমি ক্রোকাসে মানুষের ওপর গুলি ছুঁড়েছি। আমাকে প্রায় ৫ লাখ রুবল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো। অংশগ্রহণ নিশ্চিত করার জন্য হামলার আগেই তাকে প্রতিশ্রুত অর্থের অর্ধেকটা কার্ডের মাধ্যমে অগ্রিম পরিশোধ করা হয়েছিল।

তাস জানিয়েছে, ওই ব্যক্তিকে জানানো হয়েছিল যে কাজ শেষ হওয়ার পর বাকি অর্থ পরিশোধ করা হবে। যদিও গ্রেফতারের আগে রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের হাত থেকে পালাতে গিয়ে তিনি কার্ডটি হারিয়ে ফেলেন।

এদিকে, শুক্রবারের (২২ মার্চ) হামলায় নিহতদের স্মরণে রোববার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে রাশিয়া। এদিন দেশটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একদিনের এই রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

শনিবার দেওয়া টেলিভশন ভাষণে পুতিন আরও ঘোষণা দেন যে, হামলায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এরই মধ্যে সন্দেহভাজন ১১ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে চারজন এই হামলায় সরাসরি জড়িত বলে দাবি রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার (এফএসবি)।

শুক্রবার রাত ৮টার দিকে মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে হামলা চালায় একদল বন্দুকধারী। ওই হামলায় অন্তত ১৪০ জন নিহত হন ও কমপক্ষে ১৪০ জন আহত হন।

হামলার কয়েক ঘণ্টা পরেই এ হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। যদিও এই হামলার সঙ্গে ইউক্রেন জড়িত রয়েছে বলে দাবি করেছে রাশিয়া। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ।

এদিকে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র খুব দক্ষতার সঙ্গে নিজের কিংবা তার মিত্রদের সংগঠিত হাই-প্রোফাইল অপরাধ থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার কাজ করে আসছে। অতএব, ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, ওয়াশিংটনের কাছ থেকে কিয়েভকে ‘নিরপরাধ’ ঘোষণা করার সামান্য প্রচেষ্টাও ইউক্রেনকে ‘অপরাধী’ হিসেবে উপস্থাপন করবে।

সূত্র: তাস, বিবিসি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।