আইএস-খোরাসান কারা, তারা রাশিয়ায় কেন হামলা চালালো?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৩ মার্চ ২০২৪
ক্রোকাস সিটি হলের সামনে দাঁড়ানো এক নিরাপত্তাকর্মী। ছবি

মস্কোয় শুক্রবারের (২২ মার্চ) ভয়াবহ হামলায় এ পর্যন্ত অন্তত ৯৩ জন প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ায় এত বড় হামলা আর হয়নি। এরই মধ্যে হামলাটির দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-খোরাসান বা আইএসআইএস-কে। মার্কিন গোয়েন্দারা বিষয়টি নিশ্চিত করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

এখন প্রশ্ন উঠছে, কারা এই জঙ্গিগোষ্ঠী? তারা কেন রাশিয়ায় হামলা চালাবে?

ইসলামিক স্টেট-খোরাসান কী?
জঙ্গিগোষ্ঠী আইএসের আফগান শাখা হলো আইএসআইএস-কে বা ইসলামিক স্টেট-খোরাসান। এরা মূলত ইরান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তানে জঙ্গি কর্মকাণ্ড চালায়।

আরও পড়ুন>>

২০১৪ সাল থেকে পূর্ব আফগানিস্তানে সক্রিয় হয়ে ওঠে গোষ্ঠীটি। মাত্র কয়েক বছরের মধ্যে নৃশংস জঙ্গি সংগঠন হিসেবে বিশ্বের নজরে চলে আসে আইএসআইএস-কে।

তবে ২০১৮ সাল থেকে তারা দুর্বল হতে থাকে। আফগানিস্তানে তালেবান ও মার্কিন বাহিনীর আধিপত্যের জেরে আইএসআইএস-কের সদস্য সংখ্যা ক্রমাগত কমতে থাকে। এরপরও পুরোপুরি দমে যায়নি তারা। আফগানিস্তানে তালেবানকে লক্ষ্য করে একাধিকবার হামলা চালায় আইএস জঙ্গিরা।

কোথায় কোথায় হামলা চালিয়েছিল আইএসআইএস-কে?
আফগানিস্তানের ভেতরে-বাইরে, মসজিদ এবং অন্যান্য স্থাপনায় হামলার জন্য ইসলামিক স্টেট-খোরাসানের কুখ্যাতি রয়েছে। এ বছরের শুরুর দিকে ইরানে জোড়া বোমা হামলায় শতাধিক মানুষের মৃত্যুর পেছনে দায়ী ছিল আইএসের এই শাখাটি।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে কাবুলে রুশ দূতাবাসে আত্মঘাতী হামলা চালিয়েছিল গোষ্ঠীটি। ২০২১ সালের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৩ জন মার্কিন সেনার মৃত্যু হয়। ওই হামলারও দায় স্বীকার করেছিল আইএসআইএস-কে।

আরও পড়ুন>>

গত মাসে মধ্য়প্রাচ্যের মার্কিন জেনারেল সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্রসহ একাধিক পশ্চিমা দেশে হামলা চালাতে পারে ইসলামিক স্টেট-খোরাসান।

রাশিয়ায় হামলার পেছনে কারণ কী?
বিশেষজ্ঞদের মত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধিতা প্রকাশ করতেই এই নৃশংস হামলা চালানো হয়েছে। বিগত দুই বছর ধরে গোষ্ঠীটি রাশিয়ার বিরোধিতা করে আসছে। তাদের ধারণা, রাশিয়া মুসলিমবিরোধী।

আরও পড়ুন>>

ওয়াশিংটন-ভিত্তিক গবেষণা গ্রুপ সোফান সেন্টারের কলিন ক্লার্ক বলেন, আইএসআইএস-কে দু’বছর ধরে পুতিনের সমালোচনা করে আসছিল।

ওয়াশিংটন-ভিত্তিক উইলসন সেন্টারের বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেছেন, আইএসআইএস-কে রাশিয়াকে মুসলিম নিপীড়নকারী দেশ হিসেবে মনে করে। এমনকি, গোষ্ঠীটির অনেক সদস্যেরই মস্কোর বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ রয়েছে।

সূত্র: রয়টার্স
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।