মস্কোর কনসার্ট হলে গুলি ও বিস্ফোরণে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫০ এএম, ২৩ মার্চ ২০২৪
ছবি সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে বন্দুক হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০০ জন।

স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় সন্ধায় মস্কোর ক্রকাস সিটি হলে এ ঘটনা ঘটে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা তাস ও আরআইএ নভোস্তি জানায়, মস্কোর ক্রোকাস সিটি হলের কনসার্ট হলের ভেতরে তিনজন সশস্ত্র ব্যক্তি গুলি চালায়।

jagonews24

আরআইএ নভোস্তি জানায়, এই তিন ব্যক্তি কনসার্ট হলে ঢুকে একটি গ্রেনেড বা বোমা নিক্ষেপ করেন, যা থেকে বিস্ফোরণ ঘটে।

ঘটনার পর প্রায় ১০০ জনকে কনসার্ট হল থেকে উদ্ধার করেছেন অগ্নিনির্বাপক কর্মীরা। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান পরিচালক জানিয়েছেন, উদ্ধারকারীরা ভবনের ছাদ থেকে মানুষজনকে নামানোর জন্য কাজ করছেন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এ ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ক্রোকাস সিটি সেন্টারে ভয়ানক ট্র্যাজেডি ঘটেছে। নিহতদের স্বজনদের প্রতি আমার সমবেদনা। এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছি।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।