রাশিয়ার জোরালো হামলা
এক সপ্তাহে দুটি গ্রাম হাতছাড়া হলো ইউক্রেনের
পূর্বাঞ্চলীয় আরও একটি গ্রাম হাতছাড়া হলো ইউক্রেনের। এ নিয়ে গত এক সপ্তাহে ইউক্রেনের দুটি গ্রাম দখলে নিলো রাশিয়া।
সম্প্রতি গোলাবারুদ সংকটে পড়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে বেশ কিছু সাফল্য পেয়েছে রুশ বাহিনী। গত মাসে গুরুত্বপূর্ণ আভদিভকা শহর হাতছাড়া হয়েছিল ইউক্রেনের। এরপর চলতি সপ্তাহে শহরটির পশ্চিমে একটি গ্রাম দখলে নেয় রাশিয়া।
বৃহস্পতিবার (২১ মার্চ) আভদিভকা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে আরও একটি গ্রাম দখল করার ঘোষণা দিয়েছে রুশ বাহিনী।
আরও পড়ুন>>
- রাশিয়ার হামলায় নিহত ৫, অল্পের জন্য বেঁচে গেলেন জেলেনস্কি
- যুক্তরাষ্ট্র-ইউরোপের তিনগুণ বেশি আর্টিলারি তৈরি করছে রাশিয়া
- শক্ত অবস্থানে রাশিয়ার অর্থনীতি, কাজে আসেনি নিষেধাজ্ঞা
এদিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের টোনেঙ্কে গ্রাম ‘মুক্ত করেছে’ রুশ সশস্ত্র বাহিনী।
এর আগে, দিনের শুরুর দিকে কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের দাবি, তাদের রাজধানীতে ৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মস্কো।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ‘কমান্ড সেন্টারে’ হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্রসহ ‘উচ্চ-নির্ভুল অস্ত্র’ দিয়ে হামলা চালিয়েছে।
সম্প্রতি রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে সীমান্ত অঞ্চলে বেশ কয়েকবার হামলা চালায় ইউক্রেন। এর প্রতিক্রিয়ায় কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরেই ইউক্রেনের দুটি গ্রাম দখল ও কিয়েভে বড় হামলার কথা জানালো রাশিয়া।
সূত্র: এএফপি
কেএএ/