জাপানে উদ্বেগজনক হারে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়াল সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০২ পিএম, ১৫ মার্চ ২০২৪
টোকিওর চেরি ব্লসম গাছের নিচ দিয়ে হাঁটছেন কয়েকজন জাপানি। ছবি: এএফপি

বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, জাপানে বিপজ্জনক ব্যাকটেরিয়াল সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়ছে। দেশটির কর্মকর্তারা এর কারণ বের করতে হিমশিম খাচ্ছেন।

আশঙ্কা করা হচ্ছে ২০২৪ সালে সংক্রমণের হার গত বছরের রেকর্ড সংখ্যাকে ছাড়িয়ে যাবে। গ্রুপ এ স্ট্রেপ্টোকোকাল রোগের এই প্রাণঘাতী ধরনটি আরও ছড়াতে থাকবে বলে উদ্বেগ বাড়ছে।

জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশাস ডিজিজেস (এনআইআইডি) জানিয়েছে, স্ট্রেপ্টোকোকালের ফুলমিনান্ট (তীব্র ও আকস্মিক) রূপগুলোর পিছনে প্রক্রিয়া সম্পর্কিত অনেকগুলো অজানা কারণ রয়েছে এবং আমরা সেগুলো ব্যাখ্যা করার মতো পর্যায়ে নেই।

এনআইআইডি’র প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে এই সংক্রমণে ৯৪১ জন আক্রান্ত হয়। কিন্তু ২০২৪ সালের প্রথম দুই মাসেই ৩৭৮টি সংক্রমণের খবর রেকর্ড করা হয়েছে।

যখন বিবেচনা করা হয় এই রোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে বয়স্করা, তখন দেখা গেছে গ্রুপ এ স্ট্রেইনের কারণে ৫০ বছরের নিচের বয়সীদের মৃত্যু হার বেশি।

এই সংক্রমণের জন্য মূলত স্ট্রেপ্টোকোকাস পাইজেনেস নামক ব্যাকটেরিয়া দায়ী, যা সাধারণত স্ট্রেপ এ নামে পরিচিত। এরোগের অন্যতম লক্ষণ হলো গলা ব্যথা।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।