নাইজেরিয়ায় বিদ্রোহী গ্রুপের হামলায় নিহত ৩২
নাইজেরিয়ার সশস্ত্র বিদ্রোহী গ্রুপ বোকো হারামের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। পাশাপাশি আরও অনেককে জিম্মি করেছে গ্রুপটি। উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে এই হামলা চালায় বোকো হারাম। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আলজাজিরা।
এতে বলা হয়, বর্নোর প্রান্তিক এক গ্রাম গুমসারিতে রবিবার এই হামলা চালায় বোকো হারামের যোদ্ধারা। নাম প্রকাশ না করার শর্তে দেশটির কর্মকর্তারা বলেছেন, গুমসারি থেকে প্রায় ১০০ জনকে ধরে নিয়ে গেছে বিদ্রোহীরা।
গুমসারি থেকে পালিয়ে বর্নোর রাজধানী মেদুগারিতে আশ্রয় নেওয়া এক লোক মুকতার বুবা বৃহস্পতিবার বলেছেন, আমাদের শিশু-কিশোরদের হত্যা করার পর বিদ্রোহীরা আমাদের মেয়ে ও স্ত্রীদের ধরে নিয়ে গেছে। ঘটনা ঘটার চার দিন পর খবর হওয়ার কারণ হলো মেদুগারি থেকে ৭০ কিলোমিটার দূরে ওই গ্র্রামে মোবাইল ফোনের নেটওয়ার্ক কাজ করছে না। প্রসঙ্গত, এর আগে এপ্রিলে একটি স্কুল থেকে ২০০ বালিকাকে অপহরণ করেছিল বোকো হারাম।