নাইজেরিয়ার কোর্ট মার্শালে ৫৪ সেনার মৃত্যুদণ্ড
নাইজেরিয়ার সামরিক আদালতে বুধবার ৫৪ সেনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইসলামপন্থী বিদ্রোহী সংগঠন বোকো হারামের বিরুদ্ধে লড়তে অস্বীকার করায় তাদের এ শাস্তি দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ, গত আগস্টে বোকো হারামের সদস্যরা তিনটি শহর দখল নেওয়ার পর তারা তা পুনরুদ্ধারে সহায়তা করতে অস্বীকৃতি জানায়। তাদের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড দেয় সামরিক আদালত।
সাজাপ্রাপ্তদের পক্ষে লড়া এক আইনজীবী জানান, ৫৪ জনকে ফায়ারিং স্কোয়াডে নেওয়া হবে। একই অভিযোগ থেকে পাঁচ সেনাকে খালাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে নিজেদের ওপর আনা অভিযোগ অস্বীকার করেছে সাজাপ্রাপ্ত সেনারা। তারা জানিয়েছে, বোকো হারামের বিরুদ্ধে লড়ার জন্য তাদের পর্যাপ্ত অস্ত্র ও গোলা-বারুদ দেওয়া হয়নি।
গত সেপ্টেম্বরে একই ধরনের অভিযোগে দেশটির উত্তর-পূর্ব শহর মাইদুগুরিতে ১২ সেনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দেশটিতে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সাল থেকে সহিংসতা চালিয়ে আসছে বোকো হারাম। - বিবিসি