বিশ্বের দীর্ঘতম দুই লেনের টানেল উদ্বোধন করলেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০২ পিএম, ০৯ মার্চ ২০২৪
সংগৃহীত

বিশ্বের দীর্ঘতম দুই লেনের টানেলের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অরুণাচল প্রদেশের তাওয়াং-এ তৈরি হয়েছে বিশ্বের দীর্ঘতম টানেলটি। এটির নাম দেওয়া হয়েছে ‘সেলা টানেল’।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে মোদী এই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এটি হবে বিশ্বের দীর্ঘতম দুই লেনের টানেল। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। এই টানেল তুষারপাত দ্বারা প্রভাবিত হবে না। ভারতের জন্য কৌশলগত কারণে এই টানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন>

অরুণাচল প্রদেশের এই টানেলটি তাওয়াং সেক্টরের সামনের দিকের এলাকায় সেনাদের দ্রুত পৌঁছনোর ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। এই টানেল চীন সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা বাড়াবে।

ভারতীয় সেনা সদস্যরা দ্রুত পৌঁছাতে পারবেন সীমান্তে। অস্ত্র নিয়ে যাওয়াও সহজ হবে। নিরাপত্তা বাড়ার পাশাপাশি ওই এলাকার অর্থনৈতিক উন্নয়নও হবে। ১২ কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেল নির্মাণে মোট খরচ হয়েছে ৮২৫ কোটি রুপি।

এবারের সফলে মোদী অরুণাচল প্রদেশে ৪১ হাজার কোটি রুপির বেশি মূল্যের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেশ কয়েকটি সড়ক প্রকল্পও উদ্বোধন হবে তার হাত ধরে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমএমএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।