ভারতে প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০৬ মার্চ ২০২৪

ভারতের মধ্যে প্রদেশে একটি প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে এক নারী পাইলট আহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) নিমচ থেকে প্লেনটি উড্ডয়ন করা হয়। ধারণা করা হচ্ছে ইঞ্জিনের ত্রুটির কারণে প্লেনটি বিধ্বস্ত হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, পাইলট চিমস এভিয়েশন একাডেমির ছাত্র ছিলেন। ইঞ্জিনে সমস্যা হওয়ার পরে গুনা অ্যারোড্রোমে জরুরি অবতরণ করাতে চেয়েছিলেন তিনি। প্লেনটি অবতরণের সময় দুর্ঘটনা ঘটে।

আহত পাইলটকে গুনার জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

গুনার সাব ইনস্পেক্টর চঞ্চল তিওয়ারি জানিয়েছেন, ইঞ্জিনে সমস্যার কারণে পাইলট ওই বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তার শরীরে একাধিক আঘাত রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এই ঘটনার যে ভিডিও প্রকাশ করেছে, তাতে রানওয়ের পাশে প্লেনটিকে দুমড়েমুচড়ে পড়ে থাকতে দেখা গেছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।