পশ্চিম তীরে অভিযান

৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৬ মার্চ ২০২৪
ছবি: এএফপি (ফাইল)

গাজায় হামলার পাশাপাশি পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে অন্তত ২৫ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে দখলদাররা। বুধবার (৬ মার্চ) প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি এ তথ্য জানিয়েছে।

হেবরন, রামাল্লা, এল-বিরেহ, বেথলেহেম, তুলকারেম এবং কালকিলিয়ার গভর্নরেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। একই সঙ্গে পশ্চিম তীরে অভিযান চালানো হচ্ছে। সেখানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাত হাজার ৪৫০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েল।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় হামাসের ২০ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হামাস যোদ্ধাদের অধিকাংশই নিহত হয়েছেন গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে। এর মধ্যে ১৫ জনই একটি বিমান হামলার ঘটনায় নিহত হয়েছেন।

এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় বেইত হ্যানোন শহরে একটি সামরিক কম্পাউন্ডে একটি যুদ্ধবিমান থেকে চালানো হামলায় দুই যোদ্ধা নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় যেসব যোদ্ধা নিহত হয়েছেন তাদের মধ্যে দুজন গত ৭ অক্টোবরের হামলায় অংশ নেয়।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।