জাপানে তুষারপাতে নিহত ৩


প্রকাশিত: ০৮:১৫ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

জাপানে ভারী তুষারপাতে কমপক্ষে তিনজনের প্রাণহানি হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম জানান, বৈরী আবহাওয়ার কারণে প্রায় ১০০-এর মতো অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল হয়েছে। আন্তর্জাতিক পথে চলাচলকারী বিমানসহ মোট ৪৫০টি বিমান উড্ডয়নের পর আবারও বিমানবন্দরে ফিরে এসেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো ও কিয়োডো দ্বীপে দুই বৃদ্ধ নারী মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া হিরোশিমায় তুষার আবৃত পথে দুর্ঘটনায় আরেক ব্যক্তি নিহত হয়েছে বলে দেশটির পুলিশ জানায়। দেশটির জনপ্রিয় ‘বুলেট ট্রেন’ চলাচলের সময়সূচিও বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।