যুদ্ধবিরতি ইস্যুতে সুর পাল্টালেন বাইডেন
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ইস্যুতে সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আসন্ন রমজান মাসে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি কার্যকর হতে পারে।
যদিও সম্প্রতি বাইডেন বলেছিলেন আমরা যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি। এই সপ্তাহেই তা কার্যকরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
- আরও পড়ুন>
- খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি, নিহত বেড়ে ১১৫
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়
বাইডেন বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি রমজানের মধ্যে কার্যকরে আমি আশাবাদী। আগামী ১০ মার্চ রমজান শুরু হবে।
হোয়াইট হাউজ থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি বলেন, আমি আশাবাদী, এটি বাস্তবায়নে আমরা কাজ করছি।
যুদ্ধবিরতি কখন কার্যকর হতে পারে এমন প্রশ্নের জবাবে গত সপ্তাহে বাইডেন আইসক্রিম হাতে বলেন, আশা করছি এই সপ্তাহের শেষের দিকে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে।
বাইডেন বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, আমরা একটি যুদ্ধবিরতির কাছাকাছি এবং এটি আগামী সোমবারে কার্যকর হতে পারে।
এদিকে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এজন্য আকাশ থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে খাবার সরবরাহ করার কথা জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।
গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ হাজারের বেশি।
সূত্র: আল-জাজিরা
এমএসএম